IDF Attacks Lebanon (Photo Credit: Twitter)

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সবার পরেই মধ্যপ্রাচ্যে সব যুদ্ধ থেমে, শান্তি আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের ঠিক আগে ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি প্রত্যপর্ণ চুক্তিও হয়েছিল। কিন্তু মাস দেড়েক পরেই মধ্যপ্রাচ্য নতুন করে অশান্ত। হামাস পণবন্দিদের মুক্তিতে রাজি না হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজার ওপর আক্রমণ চালায় ইজরায়েল। ইজরায়েলের আক্রমণে শিশু, মহিলা সহ গাজায় দুশো-র বেশী মানুষ মারা যান (হামাসের দাবি ৪০০)।

হিজবুল্লার মিসাইল আক্রমণ ইজরায়েলে

গাজার ওপর হামলার প্রতিশোধ তুলতে এদিন লেবানন সীমান্ত থেকে ইজরায়েলের এক ছোট শহরে উড়ে এল একের পর এক রকেট, মিসাইল। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা এই মিসাইল হামলা চালাল। আয়রন ডোমের নজর এড়িয়ে হাউথিদের ছোড়া কিছু মিসাইল আছড়ে পড়ল ইজরায়েলের শহরে। ডিসেম্বরের পর এই প্রথম ইজরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে উড়ে এল মিসাইল।

লেবাননে ইজরায়েলের হামলা

 

আকাশপথে সীমান্ত পেরিয়ে হিজবুল্লার ডেরায় ইজরায়েলের বোমারু বিমান

এবার লেবাননের ওপর শোধ তুলতে ইজরায়েলের বায়ুসেনার একের পর এক বিমান সীমান্ত পেরিয়ে লেবাননে ঢুকে হাউথিদের ডেরায় ঢুকে আক্রমণ চালাল। দক্ষিণ লেবাননের হিজবুল্লা-দের মুক্তাঞ্চলে ভয়াবহ সব বোম পড়তে থাকল ইজরায়েল বায়ুসেনার যুদ্ধ বোমারু বিমান থেকে। তবে লেবাননের সাধারণ মানুষও ইজরায়েলে আকাশ পথে হামলার শিকার হল। সব মিলিয়ে ট্রাম্পের দুনিয়ায় যুদ্ধের বিরতি নেই।