
CBI Submits Closure Report Over Sushant Singh Rajput Death Case: পাঁচ বছর পর অবশেষে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই। মুম্বইয়ের আদালতে জমা পড়ল সুশান্ত মৃত্য়ু তদন্তে সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট। সুশান্তের মৃত্যু তদন্তে আর কোনও কিছু করার থাকল না। এবার এই তদন্তের ভিত্তিতে রায় দেবে আদালত। ২০০০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্তের মৃত্যুতে তার লক্ষ লক্ষ ভক্ত, সিনেমাপ্রেমীরা শোকে ভেঙে পড়েছিলেন। সুশান্তের মৃত্যুতে আত্মহত্যার তত্ত্বই উঠে এসেছিল। কিন্তু তারপর মিডিয়ার একাংশ থেকে নানা ষড়যন্ত্র তত্ত্ব সুশান্তর মৃত্যুর কারণকে সবার মনে প্রশ্ন তুলে দিয়েছিল।
সুশান্তের মৃত্য়ু নিয়ে বিতর্ক
সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয় খুন, এমন দাবিতে মুম্বইয়ে কংগ্রেসের সমর্থনে চলা উদ্ধব ঠাকরের সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি হয়। সুশান্তের মৃত্যুর মাস দুয়েক পর মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল আদালত। আরও পড়ুন- কান্দিভালীতে ৪ বছরের শিশুকে অপহরণ করে খুন, অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি অভিযান
গ্রেফতার হয়েছিল সুশান্তের বান্ধবী
একাধিক ষড়যন্ত্র তত্ত্ব, মিডিয়ার চাপ ও খুনের সঙ্গে সরসারি সম্পর্ক না থাকা ড্রাগস কাণ্ডে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত রিয়া জামিন পেয়ে যান। সুশান্তের মৃত্যুতে বলিউডে ড্রাগ, পরিবারবাদ নিয়ে অনেক কথা উঠেছিল। বলিউড সিনেমা বয়কট করার ডাকও দিয়েছিল মিডিয়ার একাংশ।