
রবিবাসরীয় সকালে হাবড়ায় একটি পুকুর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির নগ্ন দেহ। প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহটি দেখতে পায়। তাঁরাই স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ার (Habra) সুভাষপল্লী এলাকায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মধ্যবয়স্ক ওই ব্যক্তিকে খুনই করা হয়েছে।
পুকুরে ভেসে উঠল নগ্ন দেহ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে সকালে দেহটি ভেসে থাকতে দেখেন তাঁরা। এরপর খবর দেওয়া হয় হাবড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করলে দেখা যায় মৃতের শরীরের ওপরের অংশে শুধুমাত্র সবুজ রঙের একটি গেঞ্জি ছিল। তবে নিম্নাঙ্গ ছিল উন্মুক্ত। মাথার পেছনের অংশে ছিল গভীর ক্ষত।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশসূত্রে খবর, মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা নন। তবে তাঁর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে, রাতের অন্ধকারেই পুকুরে দেহটি ফেলে রেখে গিয়েছে কেউ বা কারা। গোটা বিষয়টি আপাতত খতিয়ে দেখছে পুলিশ।