
একটানা ন'মাস মহাকাশে থেকেও কোন 'ওভারটাইম’ বা অতিরিক্ত কাজের জন্য বেশি পারিশ্রমিক পাচ্ছেন না সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর (Butch Wilmore)। নাসা তার মহাকাশচারীদের কাজকে পৃথিবীর অন্যান্য সরকারি চাকরি হিসাবেই দেখে, জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এক অবসরপ্রাপ্ত মহাকাশচারী। 'ওভারটাইম' নয়, বরং মহাকাশে থাকার জন্যে মূল বেতনের বাইরে হাতখরচ বাবদ দিনপ্রতি মাত্র ৪ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৪৭ টাকা) পাবেন সুনীতা এবং বুচ। তবে সদ্য পৃথিবীর মাটিতে পা রাখা মহাকাশচারীদের জন্য ওভারটাইমের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
শুক্রবার, ২১ মার্চ ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ ন'মাস মহাকাশে আটকে থাকা নাসার মহাকাশচারীদের 'ওভারটাইম’ বা অতিরিক্ত কাজের জন্য বেশি পারিশ্রমিক দেবেন তিনি। এই টাকা কোন সরকারি প্রকল্প থেকে নয়, বরং প্রেসিডেন্ট নিজের 'পকেট' থেকে দেবেন বলেই স্পষ্ট জানিয়েছেন।
মহাকাশচারীদের কাজের ক্ষেত্রে আলাদা করে বেতনের বাইরে কোন পারিশ্রমিকের ব্যবস্থা নেই। তা সে কাজ যতই ঝুঁকিপূর্ণ পরিবেশে হোক না কেন। তবে আকস্মিক কোন দুর্ঘটনার জন্য অভিযান দীর্ঘায়িত হলে নভশ্চরদের বেতনের পাশাপাশি একটি দৈনিক ভাতা দেওয়া হয়। যার পরিমাণ খুবই সামান্য। দৈনিক ৪ ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৪৭ টাকা। সেই দৈনিক ভাতার বাইরেই সুনীতা উইলিয়ামস এবং তাঁর নভশ্চর সঙ্গী বুচ উইলমোরের জন্যে এবার ওভারটাইমের ঘোষণা করলেন ট্রাম্প।
মার্কিন মহাকাশচারীদের বেতন কত?
মহাকাশচারীদের বেতন তাঁদের অভিজ্ঞতা ও তাঁদের মিশনের দায়িত্বের উপর নির্ভর করে। যেমন সুনীতা এবং বুচ মার্কিন বেতনক্রমের জিএস-১৫ বেতন স্তরে রয়েছেন। যা সরকারি কর্মীদের নিরিখে সর্বোচ্চ। এই স্তরের কর্মীদের বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।