
আইপিএলের (IPL 2025) ইতিহাসে দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (CSK) ও মুম্বই ইন্ডিয়ন্সের (Mumbai Indians) মধ্যে ম্যাচ চলছে। ররিবার চিপকে আইপিএলের ডার্বি ম্যাচে ধোনি-ঋতুরাজরা খেলছেন রোহিত শর্মা- সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে। দুটি ফ্র্যাঞ্চাইজিই আইপিএলে পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ষষ্ঠ খেতাবের লক্ষ্যে চেন্নাই ও মুম্বই। ৪২ বছরের ধোনি এবারও সিএসকে-র এক্স ফ্যাক্টার। অন্যদিকে, গত আইপিএলে স্লো ওভার রেটের দায়ে নির্বাসনের জন্য এদিন চিপকে খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। হার্দিকহীন মুম্বইয়ে তুরুপের তাস সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ন্সের পেসার জশপ্রীত বুমারদের চোট সারিয়ে ফেরার দিকেও তাকিয়ে সবাই।