Israel Army (Photo Credit: Twitter)

ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্ব যখন প্রকট, সেই সময় প্রাণ ঝরছে অবলীলায়। ইজরায়েল, হামাসের যুদ্ধে ইতিমধ্যেই ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আর কতদূর পর্যন্ত পৌঁছবে, সে বিষয়ে আশঙ্কায় প্রায় গোটা বিশ্ব। এদিকে ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্বের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন বেঞ্জামিন নেতানিয়াহু। মোদীও স্পষ্ট জানিয়ে দেন, ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। হামাসের সঙ্গে এই দ্বন্দ্বে ভারত ইজরায়েলের পাশে রয়েছে বলে স্পষ্ট জানান মোদী। অন্যদিকে অস্ত্র নিয়ে প্রথম যুদ্ধ বিমান আমেরিকা থেকে ইজরায়েলে পৌঁছেছে। বৃহস্পতিবার আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিকেন ইজরায়েলে যাবেন। ইজরায়েলের পরিস্থিতি খতিয়ে দেখতেই আমেরিকার প্রতিনিধি ইজরায়েলে বৃহস্পতিবার হাজির হবেন বলে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: হামাস অধিকৃ এলাকা পুনর্দখল করল ইজরায়েল, প্রাণ ঝরছে অবলীলায়, মৃত ৩০০০

এদিকে ইরান যাতে ইজরায়েল-হামাস দ্বন্দ্বে না জড়ায়, সে বিষয়ে সুর চড়ানো হয় আমেরিকার তরফে। যা নিয়ে শোরগোল শুরু হতেই ইরানের প্রধান ধর্মগুরু আয়তুল্লা আলি খোমেইনি জানান, তাঁরা হামাসের সঙ্গে ইজরায়েলের দ্বন্দ্বের মধ্যে জড়িত থাকছেন না কোনওভাবে। হামাসকে  তেহরান কোনওভাবে সাহায্য করছে না বলে জানান খোমেইনি। সবকিছু মিলিয়ে ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্বে কার্যত দু ভাগ হতে শুরু করেছে গোটা বিশ্ব।