BREAKING: Arvind Kejriwal loses New Delhi seat to BJP's Parvesh Verma pic.twitter.com/HpEpe8EQLT
— Shiv Aroor (@ShivAroor) February 8, 2025
Delhi Assembly Election Result 2025 Live Updates: ম্যাজিক ফিগার পেরল বিজেপি, পদ্মের ঝড়েই রাজধানীতে সাফ ‘ঝাড়ু’
গত কয়েক বছরে, বিশেষ করে ২০১৫ সালের পরে, আম আদমি পার্টি একের পর এক নির্বাচনে জয়লাভ করে আসছে। তারা কী এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে, নাকি বিজেপি তাদের দীর্ঘদিনের বিরোধিতার পর আরও একটি বড় বিজয়ের পথে হাঁটবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল জনতার মনে। ভোটগণনা চলছে, আর তার সঙ্গে প্রতিটি মুহূর্তেই জল্পনা এবং উত্তেজনা বেড়ে চলেছে। দিল্লির দরবারের দখল কবে যাবে? কে হতে চলেছেন আগামী মুখ্যমন্ত্রী? বেলা যত বেড়েছে তত পরিষ্কার হয়েছে রাজধানীর আকাশ।শেষমেশ দিল্লির গদি পাল্টে গেল, ৩১৮২ ভোটে পরাজিত হল অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়ারা।
২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি পেয়েছিল মোট ৩টি আসন। কিন্তু খোলেনি কংগ্রেসের খাতা। একই কাণ্ড ঘটেছিল ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও। সে বছর আপ পেয়েছিল মোট ৬২টি আসন। বিজেপির খানিকটা উন্নতি হয়েছিল বটে। সেবার পদ্ম শিবিরের পকেটে এসেছিল মোট ৮টি আসন। অন্যদিকে, ফের খালি ‘হাতেই’ বাড়ি ফিরেছিল কংগ্রেস।
নতুন বছরের অঙ্কটা কেমন গেল? দুপুর দু’টো পর্যন্ত গণনা অনুযায়ী, আপ পেয়েছে ২২টি আসন। বিজেপি পেয়েছে ৪৮টি আসন ও কংগ্রেস হ্যাটট্রিক করেছে শূন্য আসনে।