Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 08, 2025
সর্বশেষ গল্প
3 minutes ago
Live

Delhi Assembly Election Result 2025 Live Updates: পিছিয়ে কেজরীওয়াল- অতিশী- মণীশ সিসোদিয়া,সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি

ভারত Indranil Mukherjee | Feb 08, 2025 10:04 AM IST
A+
A-
08 Feb, 09:21 (IST)
বিজেপি - ৪১টি আসনে এগিয়ে আপ - ২৬টি আসনে এগিয়ে কংগ্রেস - 1 আসনে এগিয়ে গণ্নার প্রাথমিক প্রবণতাগুলিতে বিজেপি বিশাল লিড নিয়ে এগোচ্ছে অন্যদিকে আম আদমি পার্টি পিছিয়ে রয়েছে বলে মনে হচ্ছে৷ কংগ্রেসের অবস্থা খুবই খারাপ।  
08 Feb, 09:03 (IST)
জনকপুরি-এএপি-র প্রবীণ কুমার এগিয়ে করাওয়াল নগর – এগিয়ে বিজেপির কপিল মিশ্র কিরারি – আপ প্রার্থী অনিল ঝা এগিয়ে নয়াদিল্লি – বিজেপির প্রবেশ ভার্মা এগিয়ে আছেন চাঁদনি চক – এগিয়ে বিজেপির সতীশ জৈন দিল্লি ক্যান্ট – এগিয়ে বিজেপির ভুবন তানওয়ার সিলামপুর –  আপ প্রার্থী জুবায়ের আহমেদ এগিয়ে তিলক নগর – আপ প্রার্থী জার্নাইল সিং এগিয়ে বিজবাসন – বিজেপির কৈলাশ গেহলট এগিয়ে আছেন দিল্লিতে বিজেপি ও আপের মধ্যে চলছে জোর প্রতিদ্বন্দ্বিতা! কংগ্রেস অনেকটাই পিছিয়ে আছে বলে মনে হচ্ছে।
08 Feb, 09:00 (IST)
দিল্লির ৬০টি আসনের প্রাথমিক প্রবণতা বেরিয়ে এসেছে। প্রাথমিক ধারায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেপি এগিয়ে ৩৬ আসনে, আম আদমি পার্টি এগিয়ে ২৩ আসনে ও কংগ্রেস এগিয়ে ১ আসনে।
08 Feb, 08:56 (IST)

অরবিন্দ কেজরিওয়াল – নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে, বিজেপির প্রবেশ ভার্মা এগিয়ে রয়েছেন।
মনীশ সিসোদিয়া – জংপুরা আসন থেকে পিছিয়ে, প্রাথমিক ভোট গণনায় পিছিয়ে।
অতীশি- কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন অতিশী, এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কৈলাশ গেহলট (বিজেপি)

 

২০২৫-র নির্বাচনে জিতে দিল্লিতে সরকার গড়বে কারা? বিজেপি নাকি আম আদমি পার্টি? লড়াইয়ে কি টিকে থাকতে পারবে কংগ্রেস? আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। সকাল থেকে শুরু হয়েছে ভোটগণনা। কার দিকে পাল্লা ঝুঁকবে, তার আভাস পাওয়া যাবে গণনা শুরুর কয়েকঘণ্টা পর থেকে। নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট পেতে চোখ রাখুন এই লিঙ্কে

 


Show Full Article Share Now