Israel's Airstrike On Gaza (Photo Credit: Twitter)

যত সময় গড়াচ্ছে, তত জটিল হচ্ছে ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্ব। ইজরায়েলে অকস্মাৎ হামলা চালায় হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার জেরে পালটা হানাদারি চালায় ইজরায়েল। যার জেরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে ইজরায়েল এবং প্যালেস্তাইনের টানাপোড়েন। ইজরায়েল, হামাসের দ্বন্দ্বের জেরে ইতিমধ্যেই ৩ হাজার মানুষের প্রাণ গিয়েছে বলে খবর। যার মধ্যে কতজন ইজরায়েলের নাগরিক আর কতজন গাজার বাসিন্দা, সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনও মেলেনি।

এদিকে ইজরায়েলের দাবি, হামাসের দখল করা দক্ষিণ এলাকা তারা ফের পুর্দখল করতে পেরেছে। গাজা সন্নিহিত ইজরায়েলের যে সীমান্ত, সেখানে ফের বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী দখল করতে পেরেছে বলে দাবি। পাশাপাশি সোমবার থেকে গাজায় এক নাগাড়ে বিমান হানা শুরু করেছে ইজরায়েল। ফলে গাজাকে যাতে খাদ্য, জল, বিদ্যুৎ-সহ সবদিক থেকে অবরুদ্ধে করে দেওয়া যায়, সেই চেষ্টা শুরু করেছে ইজরায়েল।