![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-450529263.jpg?width=380&height=214)
Hyderabad FC vs Mohammedan SC, ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল ২০২৪-২৫) নিজেদের প্রথম আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। পরপর দু'বার হারের পর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান এসসি। আজ ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। চলতি মরসুমে হায়দরাবাদ ১৮ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিজেদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয় হায়দরাবাদ এফসি যেখানে তারা ৪-১ গোলে হেরে যায়। মহামেডান এসসিও তাদের শেষ ম্যাচে চারটি গোল হজম করে তবে ডার্বি প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হয়। আইএসএলে মাত্র একবার মুখোমুখি হয়েছে মহামেডান এসসি ও হায়দরাবাদ এফসি। চলতি মরসুমের শুরুতে সেই ম্যাচে চার গোলে জিতেছিল হায়দরাবাদ। Northeast United FC vs Mumbai City FC Video Highlights: শিলংয়ে নর্থইস্ট এফসিকে ২-০ গোলে হারাল মুম্বই সিটি, দেখুন ভিডিও হাইলাইটস
হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি
😍 Its Matchday 😍
Mohammedan's first visit to the Maidaan and all eyes on the 3️⃣ points...
Lets go, Hyderabad 👊#HFCMSC #TheNawabs 💛🖤 pic.twitter.com/qxxey4B4Ls
— Hyderabad FC (@HydFCOfficial) February 8, 2025
হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
৮ ফেব্রুয়ারি হায়দরাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে (Gachibowli Stadium, Hyderabad) আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
হায়দরাবাদ এফসি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।