![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/68-160.jpg?width=380&height=214)
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গের এলিয়ান সিনেমা 'ইটি'-আজও দুনিয়ার সিনেমাপ্রেমীরা রত্ন হিসেবেই মনে করেন। ET-র ৪৫ বছর পর স্পিলবার্গে ফের আনতে চলেছেন এলিয়ান সিনেমা। এবার একেবারে ভিন্ন আঙ্গিকে। ডেভিড কোয়েপের লেখা এক এলিয়ানের পৃথিবীতে নেমে আসার স্পিলবার্গের আসন্ন সিনেমার কাহিনীতে থাকছে সাইকোলজিক্যাল থ্রিলারের টুইস্ট। সিনেমার নাম 'ডিজক্লোজার'। আগে ঠিক ছিল এই সিনেমার নাম হবে 'দ্য ডিশ'। কিন্তু আগমী বছর ১৫ মে-তে রিলিজের পরিকল্পনা থাকা এই সিনেমার নাম বদল হল প্রযোজনা সংস্থা ও পরিচালক স্পিলবার্গের ইচ্ছাতেই। সিনেমার কাহিনি ও প্লট স্বাভাবিকভাবেই খোলসা করতে রাজি হননি 'ডিজক্লোজার'-এর নির্মাতারা।
তবে দাবি করা হচ্ছে, স্পিলবার্গ এই সিনেমায় এমন কিছু করতে চলেছেন, যা এর আগে কখনও কোনও ভিনগ্রহের প্রাণীদের ওপর নিয়ে তৈরি করা হয়নি। ১৯৮২ সালে স্পিলবার্গের ইটি বদলে দিয়েছিল হলিউড সিনেমার ধারাকে, তেমনই নাকি এবার 'ডিসক্লোজার' এলিয়েন সিনেমাকে নিয়ে তৈরি হওয়া কিছু মিথকে ভেঙে দেবে।
স্পিলবার্গের নয়া সিনেমা
NEW - Spielberg's upcoming UFO movie retitled "Disclosure." pic.twitter.com/IOfgTGsixq
— Disclose.tv (@disclosetv) February 6, 2025
কাহিনি শুনেই নাকি 78 বছরের স্পিলবার্গ এই সিনেমা তৈরি করতে আগ্রহ প্রকাশ করেন। আাগমী ২৮ ফেব্রুয়ারি থেকে ডিসক্লোজার-এর শ্যুটিং শুরু হচ্ছে। আগামী ক'দিনের মধ্যেই জানা যাবে সিনেমাটিতে কারা অভিনয় করতে চলেছেন। পরিচালক হিসেবে এখনও পর্যন্ত স্পিলবার্গের সেই সিনেমা হল 'ফ্যাবেলম্যানস' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত)।