![](https://bnst1.latestly.com/uploads/images/2024/11/police.jpg?width=380&height=214)
শিয়ালদহের পর এবার বড়বাজার। বাংলা থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণের অস্ত্র। শুক্রবার রাতে বড়বাজারের (Burrabazar) গুরুদ্বারের সামনে থেকে একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে উদ্ধার হয় একটি ৯ এমএম পিস্তল, একটি ৭ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এছাড়া একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িতে র নম্বরপ্লেট লাগানো ছিল বলে খবর। জানা যাচ্ছে, বড়বাজারে একটি ব্যবসায়ীর দোকান লুট করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের।
ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা
ধৃতদের নাম জিতেন্দ্র কুমার, সন্তোষ সাহানি এবং মনোজ কুমার। এরা তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তদন্তকারীরা আগে থেকেই গোপনসূত্রে খবর পেয়েছিল যে এলাকার কোনও একটি দোকানে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা এদিন রাত ১১টা নাগাদ বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তারপরেই মহাত্মা গান্ধী রোড ও আর্তার স্ট্রিটের ক্রসিংয়ে ওই গাড়িটি দেখতে পায় এসটিএফ আধিকারিকরা।
বড়বাজারে নাশকতার ছক বানচাল
তারপরেই তাঁদের পিছু ধাওয়া করে পুলিশ। অবশেষে গুরুদ্বারের সামনে তাঁদের আটক করা হয়। অভিযুক্তদের থেকে কোনও বৈধ নথি উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে শিয়ালদহ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করেই বড়বাজার নাশকতার ছক আগে থেকেই জেনে গিয়েছিলেন পুলিশ। সেই সূত্রেই এদিন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।