গতকাল বুধবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) মৃত্যুসংবাদ। জানা যায়, 'অ্যাডভেঞ্চার স্পোর্টসে' অংশ নিয়ে মারণ ঝাঁপ প্রাণ গিয়েছে অভিনেত্রীর। ‘বাঞ্জি জাম্পিং’ (Bungee Jaumping) করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরার, সেই খবর চাওর হতেই সমাজমাধ্যমে হইচই পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রীর সহযোগী দলের তরফে জানানো হয়, এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো। নোরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সেই মৃত্যু গুজবই শাপে বর দিল নোরার। তাঁর সর্বশেষ মিউজিক ভিডিয়ো 'স্নেক' (Snake) দর্শক মহলে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। গানের নামের মতই কার্যকর গানের বিট এবং ভিজ্যুয়াল। 'সাপের ছোবলেই' কাবু দর্শক মহল।
মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে জনপ্রিয়তার নিরিখে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান অর্জন করেছে নোরা এবং জেসন ডেরুলোর 'কোলাবে' তৈরি 'স্নেক' গানটি। প্রথম স্থানে রয়েছে ব্রুনো মার্স এবং রোজের 'APT' গানটি।
নিজের গানের এমন জনপ্রিয়তা নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না তারকা। এই প্রসঙ্গে সদ্য এক নোরা বলেন, 'এটা অসাধারণ! স্নেককে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে পৌঁছাতে দেখা আমার কাছে স্বপ্নের মতো। ব্রুনো মার্স এবং রোজের মতো শিল্পীদের সঙ্গে একই তালিকায় স্থান পাওয়া সত্যিই অবিশ্বাস্য। মানুষ সত্যিই আমার সঙ্গীতের সঙ্গে যুক্ত হচ্ছে দেখে আমি কৃতজ্ঞ'। তবে সাফল্যকে জীবনের বাড়তি চাপ হিসাবে দেখেন না নোরা। বরং একটি কাজের সাফল্য তাঁকে পরের কাজের জন্যে অনুপ্রেরণা জোগায়, জানালেন অভিনেত্রী।
ইউটিউবে নোরা এবং জেসন ডেরুলোর 'স্নেক' (Snake) গানটিতে এখনও অবধি ৮৮ মিলিয়নের উপরে ভিউ রয়েছে। শীঘ্রই তা ১০০ মিলিয়নের কাঁটা পার করবে তা বলাই বাহুল্য। তাই একথা মানতেই হবে, কেবল দেশ নয় নোরা বিশ্বব্যাপী সেনসেশন। তাই এটা স্পষ্ট যে, আন্তর্জাতিক সঙ্গীত জগতে নোরার অবিশ্বাস্য উত্থান শুরু হয়ে গিয়েছে।