Priyanka Chopra Brother Wedding (Photo Credits; Instagram)

মুম্বই, ৮ ফেব্রুয়ারিঃ শুভ বিবাহ সম্পন্ন হল। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া (Siddharth Chopra) সাতপাকে বাঁধা পড়লেন। ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আগেই দেশে চলে এসেছিলেন দিদি প্রিয়াঙ্কা। শ্বশুর-শাশুড়িকে নিয়ে জমিয়ে উপভোগ করেছেন ভাইয়ের প্রাক বিবাহের সমস্ত অনুষ্ঠান। একমাত্র শ্যালকের বিয়ের আগে সময় মত এসে পৌঁছন বিদেশি জামাইবাবু নিক জোনাস (Nick Jonas)। ভাইয়ের বিয়েতে দায়িত্ব পালনে কোন খামতি রাখেননি দিদি (Priyanka Chopra)। সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অজস্র ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

অভিনেত্রীর ভাইয়ের বউ নীলম উপাধ্যায় (Neelam Upadhyaya) দক্ষিণী ছবির পরিচিত মুখ। ২০২৪ সালের এপ্রিল মাসে নীলমের সঙ্গে রোকা হওয়ার পর অগস্ট মাসে আংটিবদল সেরেছিলেন সিদ্ধার্থ। বছর ঘুরতে না ঘুরতেই চারহাত এক হল তাঁদের। দেখুন প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ের নানা মুহূর্ত...

সিঁদুরদানঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ভাইকে মণ্ডপে নিয়ে যাচ্ছেন দিদি প্রিয়াঙ্কাঃ

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

মালাবদলঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিয়ের পর প্রথমবার ক্যামেরাবন্দি নব-দম্পতি সিড এবং নীলমঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)