![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/77-149.jpg?width=380&height=214)
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নিজের দ্বিতীয় রাজত্ব শুরু করার পরেই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে দেশে সরকারি ভাবে কেবল দুটিই লঙ্গ থাকবে - নারী এবং পুরুষ। এর বাইরে অন্য কোন লিঙ্গের স্বীকৃতি দেওয়া হবে না তাঁর জামানায়। সেই নির্দেশের দিকেই এবার একধাপ এগোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার থেকে মহিলাদের খেলায় আর অংশগ্রহণ করতে পারবেন না রূপান্তরকামী খেলোয়াড়েরা, স্পষ্ট জানিয়ে দিলেন প্রেসিডেন্ট।
মহিলাদের জন্যে আয়োজিত সমস্ত খেলার দরজা রূপান্তরকামী খেলোয়াড়ের জন্যে বন্ধ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Bans Transgender Athletes)। গতকাল বুধবার দেশজুড়ে সেই নির্দেশ জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন প্রেসিডেন্ট। এদিন তরুণী এবং খুদে ক্রীড়াবিদদের দ্বারা পরিবেষ্টিত হয়ে হোয়াইট হাউসে নির্বাহী আদেশটিতে স্বাক্ষর করেন তিনি। প্রেসিডেন্টের এই আদেশ মূলত বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে অন্তর্ভুক্ত করবে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই গোটা মার্কিন মুলুক জুড়ে এই আদেশ কার্যকর করা হবে।
নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প এদিন জয়ের হাসি হেসে বললেন, 'অবশেষে মেয়েদের খেলাধুলার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অবসান হল'। তিনি আরও বললেন, দেশে মহিলাদের খেলাধুলোর ঐতিহ্য রক্ষা করতে হবে। খেলার সময়ে মহিলাদের উপর পুরুষদের মারধর করা কিংবা জখম করা থেকে বিরত রাখতে হবে। তাই এখন থেকে মেয়েদের খেলা শুধু মেয়েরাই খেলবে।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অলিম্পিকে প্রেসিডেন্টের এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। ট্রাম্প জানান, অলিম্পিকে অংশগ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে ইচ্ছুক ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী ক্রীড়াবিদদের ভিসা তিনি প্রত্যাখ্যান করবেন।