ইসলামাবাদ, ১৯ অক্টোবর: পাকিস্তানে বাধার মুখে একাধিক বিদেশি সংবাদসংস্থা থেকে ইংরেজি সংবাদপত্র, গণমাধ্যম। গ্লোবাল প্রেস ফ্রিডম গ্রুপের (Global Press Freedom Group) এশিয়া কোঅর্ডিনেটর (Asia Coordinator) স্টিভেন বাটলারকে (Steven Butler) কালো তালিকাভুক্ত করল পাকিস্তান। এমনকি তাঁকে দেশে ঢুকতে দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা প্রদান করে থাকে এই গ্লোবাল প্রেস ফ্রিডম গ্রুপটি নামের সংস্থাটি। শুক্রবার সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন বাটলারকে বহিস্কার করার ঘটনাটির তীব্র নিন্দা করেন।
রাতে স্টিভেন বাটলারকে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport) ঢুকতে বাধা দেয় কর্তৃপক্ষ। তাঁর কাছে উপযুক্ত ভিসা থাকা সত্বেও আমেরিকায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বাটলার। পাকিস্তান সরকারের তরফ থেকে অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। গ্লোবাল প্রেস ফ্রিডম গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর জোয়েল সিমোন বলেন, "স্টিভেন বাটলারকে পাকিস্তানে ঢুকতে বাধা দেওয়ার কারণ জানাতে হবে।" আরও পড়ুন, ১৫ মিনিটের বেশি আর থাকা যাবে না টয়লেটে! স্মার্ট পাবলিক টয়লেট বসাচ্ছে চিনা সরকার
এদিন বাটলার মানবাধিকার (Human Rights) বিষয়ক সম্মেলন আসমা জাহাঙ্গীরে (Asma Jahangir Conference) যোগদান করতে যাচ্ছিলেন। পাকিস্তানের এক বিখ্যাত মানবাধিকার কর্মী গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁকে স্মরণ করেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই যাওয়ার কথা ছিল তাঁর। বাটলার প্রায়শই এই সংস্থার কাজকর্মের সূত্রে পাকিস্তানে যাতায়াত করতেন বলে খবর। সাইমন আরও জানান, গত কয়েক বছর ধরে পাকিস্তানের সাংবাদিকদের নানারকম বাধানিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিদেশি অর্থে যে সমস্ত সংবাদমাধ্যম ও অন্যান্য গণমাধ্যমগুলি চলছে , সেগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মাশাল রেডিও-ও। এমনকি ডন-এর মত ইংরাজি মাধ্যম সংবাদপত্রকেও বাধার মুখে পড়তে হয়েছে। সাংবাদিকরা এর জন্য পাকিস্তানের সামরিক বাহিনী ও তাঁদের গোয়েন্দা বিভাগের অঙ্গুলি হেলনকেই দায়ী করছেন। তবে পাকিস্তানের সামরিক বাহিনী একথা অস্বীকার করেছে।