নয়াদিল্লিঃ ম্যাট্রিমনিয়াল সাইটে(Matrimonial Website) আলাপ হওয়া মহিলার ফাঁদে পা দিয়ে চরম হেনস্থার শিকার অবসরপ্রাপ্ত দেনা অফিসার(Ex-Army Colonel)। লুট, হেনস্থা ও জোর করে অশ্লীল ভিডিয়োতে অভিনয় করানো অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাট ঘটছে বারসানায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, ওই সেনা অফিসারের নাম রাজনীশ সোনি। গুরুগ্রামের বাসিন্দা তিনি। ম্যাট্রিমনিয়াল সাইট মারফত বারসানার এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। এগোতে থেকে কথা। এরপরই ওই প্রাক্তন সেনা অফিসারকে বারসানার আসার কথা জানান ওই মহিলা। বারসানাএ রাধারানী মন্দির দর্শনের জন্য মহিলার কথা মতো বারসানা আসেন ওই ব্যক্তি।
চরম হেনস্থার শিকার প্রাক্তন সেনা অফিসার মাথায় বন্দুক ধরে হুমকি দেখিয়ে ভিডিয়োতে অভিনয় করানো হয় ওই ব্যক্তিকে।
অভিযোগ, ওই ব্যক্তির জন্য একটি গেস্ট হাউসের ব্যবস্থা করেছিলেন অভিযুক্ত মহিলা, সেখানেই ওঠেন তিনি। এরপরই ওই মহিলা জানান, তাঁর ভাইয়ের একটি বড়সড় দুর্ঘটনা হয়েছে তাই তাঁকে সেখান থেকে যেতে হবে। ওই মহিলার সঙ্গেই তড়িঘড়ি গাড়িতে চেপে বেরিয়ে যান ওই প্রাক্তন সেনা অফিসার। আসল ঘটনার সূত্রপাত গাড়িতে। সেখানেই কয়েকজনের সঙ্গে মিলে ওই ব্যক্তির উপর হামলা চালানো হয়। তাঁর থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। খুলে নেওয়া হয় গলার সোনার চেইন। এখানেই শেষ নয়, তাঁকে নিয়ে ফের গেস্ট হাউসে আসা হয়। এরপর মহিলার সঙ্গে অশ্লীল ভিডিয়ো শ্যুট করতে জোর করা হয় তাঁকে। তাঁদের কথা না মানলে চলে মারধর। মাথায় বন্দুক ধরে হুমকি দেখিয়ে ভিডিয়োতে অভিনয় করানো হয় ওই ব্যক্তিকে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই প্রাক্তন সেনা অফিসার। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয় মামলা।
সোশ্যাল মিডিয়ায় আলাপ, মহিলার ফাঁদে পা দিয়ে চরম হেনস্থার শিকার প্রাক্তন সেনা অফিসার
Mathura Shocker: Ex-Army Colonel Assaulted, Robbed and Forced To Participate in ‘Obscene Video’ at Gunpoint by Woman He Met Through Matrimonial Websitehttps://t.co/H4yL6XGjP2#Mathura #Assault #CrimeNews
— LatestLY (@latestly) April 5, 2025