নয়াদিল্লিঃ আজ, ৬ এপিল গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী(Ram Navami 2025)। আর এবার দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "দেশবাসীকে জানাই রাম নবমীর শুভেচ্ছা। প্রার্থনা করি ভগবান শ্রী রামের জন্মদিন সকলের জীবনে দিশা নিয়ে আসুক। সকলের মঙ্গল হোক। জয় শ্রী রাম।" প্রসঙ্গত, অন্যদিকে রাম নবমীর আগে থেকে মোদীর পোস্টারে ছেয়েছে গোটা কলকাতা। শহরের বিভিন্ন জায়গায় মোদী ও শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারে মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টারে লেখে, 'রাম নবমী পালন করুন।' এই রাম নবমী পালনের অনুরোধ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাম নবমীর সকালে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য রাম নবমীর সকাল থেকে দেশের বিভিন্ন রাম মন্দিরে উপচে পড়ে ভিড়। বিশেষ করে নজরে অযোধ্যার রাম মন্দির। শনিবার থেকেই রামের জন্মভূমিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। রাম নবমীড় সকাল থেকেই শুরু হয়েছে পুণ্য স্নান। নদীতে ডুব দিয়ে রাম লালাকে পুজো দিচ্ছেন তাঁরা। রাম নবমী উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে বাড়তি নিরাপত্তা। গোটা মন্দির চত্বরে নজরদারি চালাচ্ছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। অন্যদিকে বাংলাতেও রাম নবমীর জন্য বহু শোভাযাত্রা বেরোনোর কথা রয়েছে। কলকাতাসহ বিভিন্ন জেলায় রয়েছে শোভাযাত্রা।
রাম নবমীর সকালে মোদীর বিশেষ বার্তা, দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন নমো?
PM Narendra Modi extends greetings to the countrymen on the occasion of #RamNavami2025
He posts on 'X': "Heartfelt greetings to all countrymen on the occasion of Ram Navami. May this holy and sacred occasion of Lord Shri Ram's birth festival bring new consciousness and fresh… pic.twitter.com/rY22WlIYqw
— ANI (@ANI) April 6, 2025