মধ্যপ্রাচ্যের বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা। একদিকে হেজবুল্লা (Hezbollah), হামাসের (Hamas) মতো সশস্ত্র সংগঠন, অন্যদিকে ইরানের (Iran) মতো শক্তিশালী দেশ। প্রতিমুহূর্তে ত্রিমুখী আক্রমণ প্রতিহত করে চলেছে ইজরায়েল (Israel)। পাশে অবশ্য রয়েছে আমেরিকা। তবে এই পরিস্থিতিতে ভারত অবশ্য নিরপেক্ষ রয়েছে। একদিকে ইজরায়েলের সঙ্গে যেমন গভীর বন্ধুত্ব রয়েছে, তেমনই আবার ইরানের সঙ্গেও সুসম্পর্কও রয়েছে। আসলে যেখানে আমেরিকা, রাশিয়া, চিনের মতো শক্তিশালী দেশগুলি যুদ্ধ চাইছে, তখন অন্যদিকে ভারত চাইছে যুদ্ধের বদলে মধ্যস্ততা করে এই সমস্যার সমাধান করতে। তবে ইরান হোক বা ইজরায়েল, দুই দেশের মতেই ভারত এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।
আর সেই কারণেই ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ইজরায়েল। বৃহস্পতিবার ইজরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূত, যিনি দীর্ঘদিন ভারতে ছিলেন সেই মার্ক সোফের (Mark Sofer) বলেন, "বর্তমানের সময় অনুযায়ী এই যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক সমাজে ভারতের মতো শক্তিশালী দেশের সঙ্গে ইজরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা একটা সৌভাগ্যের ব্যাপার বলে আমার মনে হয়। ভারত যেভাবে সীমান্ত এলাকায় জঙ্গি দমন করে, আবার আঞ্চলিক স্তরেও নকশালের মতো সংগঠনগুলিকে মোকাবিলা করছে, এগুলি আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। আমাদেরও চারদিক জঙ্গিরা হামলা চালাচ্ছে। ফলে ভারতের এই অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগতে পারে"।
#WATCH | Tel Aviv, Israel: On India's role in the Israel-Iran conflict, Mark Sofer, Former Israel's Ambassador to India says "India has always played a very important role. We in Israel are very fortunate to look at India as a superpower in the international community. It's also… pic.twitter.com/ofkmZqxN6Q
— ANI (@ANI) October 10, 2024
প্রাক্তন রাষ্ট্রদূত আরও বলেন, "যখন মুম্বইতে জঙ্গিরা হামলা চালিয়েছিল তখন আমি ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলাম। আমি দেখেছি কীভাবে তাঁরা ওই পরিস্থিতিকে সফলভাবে মোকাবিলা করেছে। সেই কারণেই ভারতকে সকলে সম্মান করে। ইজরায়েলের মানুষজন ভারতকে ভালোবাসে। আর এই ভালোবাসা দীর্ঘদিনের। তাই যদি এই সময়ে ভারত ভূমিকা এবং ভারত যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে কোনও খারাপ কিছু হবে না"।