নিউ ইয়র্ক, ২০ ডিসেম্বর: দিনের পর দিন ধরে হু হু করে ছড়াচ্ছে করোনা (Corona)। চিনে (China) যেভাবে কোভিড ছড়াচ্ছে, তা গোটা বিশ্বের কাছে আতঙ্কের। চিনে যেভাবে কোভিড ছড়াচ্ছে, তা যে কোনও মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) তরফে। সম্প্রতি ওয়াশিংটনের তরফে চিনের কোভিড পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। যে বিবৃতিতে জানানো হয়, চিনে যেভাবে আবার নতুন করে কোভিড ছড়াচ্ছে, সেই ভাইরাস মিউটেশনে সক্ষম। ফলে কোভিড ভাইরাসের মিউটেশন যদি আবার নতুন করে শুরু হয়, তাহলে তা বিশ্বের কাছে আতঙ্কের। প্রসঙ্গত চিনে জিরো কোভিড পলিসি নিয়ে প্রতিবাদ, আন্দোলন শুরু হয়। করোনা সংক্রমণ বাড়লেও যাতে জিরো কোভিড (COVID 19) পলিসি এবং লকডাউন শুরু না হয়, সে বিষয়ে প্রতিবাদে নামেন সাধারণ মানুষ। তীব্র প্রতিবাদ, আন্দোলনের মাঝে শেষ পর্যন্ত চিনা প্রশাসনের তরফে লকডাউনের সিদ্ধান্ত বাতিল করা হয়। ফলে লকডাউন এবং জিরো কোভিড পলিসিতে হ্রাস টানায়, ফের নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে খবর।
জানা যাচ্ছে, চিনে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হলে, তার জেরে যে মৃত্যু হয়েছে, সেই সংখ্যা লুকোতে শুরু করেছে প্রশাসন। ফলে বর্তমানে চিনে যে হারে কোভিডের জেরে মৃত্যু হচ্ছে, সেই সংখ্যা প্রশান লুকোতে শুরু করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সোমবার গণহারে মৃতদেহের সৎকার করতে বেজিংয়ের (Beijing) শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বেজিং শ্মশানে যাতে সাংবাদিকরা কোনওভাবে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। ফলে করোনার জেরে চিনের পরিস্থিতি যে নতুন করে বিগড়োতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট গোটা বিশ্বের কাছে।
THERMONUCLEAR BAD—Hospitals completely overwhelmed in China ever since restrictions dropped. Epidemiologist estimate >60% of & 10% of Earth’s population likely infected over next 90 days. Deaths likely in the millions—plural. This is just the start—pic.twitter.com/VAEvF0ALg9
— Eric Feigl-Ding (@DrEricDing) December 19, 2022
যদিও চিনের কোভিড পরিস্থিতি নিয়ে আমেরিকা যতই উদ্বেগ প্রকাশ করুক না কেন, মার্কিন মুলুকে বেজিংয়ের দূতাবাসের তরফে এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করা হয়নি।