Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ পরীক্ষার(Examination) চাপে আত্মঘাতী পড়ুয়া(Student)। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের(Chennai) ভিল্লুপুরম জেলায়(Villupuram District)। ওই ছাত্রীর বয়স ১৯। সামনেই নিট পরীক্ষায় বসার কথা ছিল তাঁর। সেই মতোই চলছিল প্রস্তুতি। কিন্তু মানসিক চাপের কারণে এই পথ বেছে নেন তিনি। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যাতে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক চাপকেই দায়ী করেছেন তিনি। জানা গিয়েছে, গত বছরও এই প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তিনি। কিন্তু অল্প কিছু নম্বর কম পাওয়ায় সে বার উত্তীর্ণ হতে পারেননি। এবার দ্বিতীয়বার পরীক্ষায় বসার আগেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবার ও বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুই পড়াশোনার জন্য মানসিক চাপ নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

মানসিক চাপে আত্মঘাতী ছাত্রী

শনিবার, নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার মা জানান, "দিন কয়েক ধরেই একটু চুপচাপ হয়ে গিয়েছিল মেয়ে। নিজের ঘরেই পড়াশোনা করত। সামনে পরীক্ষা ছিল তাই প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনা ঘটিয়ে ফেলবে তা স্বপ্নেও ভাবতে পারিনি।"

সামনেই নিট পরীক্ষা, মানসিক চাপে আত্মঘাতী ছাত্রী