Varun Chakaravarthy. (Photo Credits: X)

দুবাইয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য বোলিং বরুণ চক্রবর্তী (Varun  Chakaravarthy)-র। টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেটের অবিশ্বাস্য স্পেল করলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার। ভারতের ২৪৯ রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড মাত্র ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে গেল। বরুণের ভেল্কিতে নিউ জিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ লিগের সব কটা ম্যাচে জিতে সেমিফাইনালে খেলবে রোহিত শর্মা-র দল। শ্রেয়স আইয়ারের ৭৯ রানের দুরন্ত ইনিংসটাও টিম ইন্ডিয়ার হ্যাটট্রিক জয়ে বড় ভূমিকা নিল।

মঙ্গলবার সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া

মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।আর বুধবার দ্বিতীয় সেমিফাইনাল লাহোরে খেলবে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

কেমনভাবে জিতল ভারত

হর্ষিত রানাকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে প্রথম একাদশে নেমে চার স্পিনারে কিউইদের বিরুদ্ধে ঝাঁপান রোহিতরা। দুবাইয়ের পিচে ভারতের স্পিনাররা যেভাবে বল করলেন, তা দেখে স্মিথদের এখন থেকেই ভয় পাওয়ার কথা। ভারতের চার স্পিনার মিলিয়ে এদিন কিউইদের ৯টি উইকেট নিলেন। বরুণের অবিশ্বাস্য পাঁচ উইকেটের পাশাপাশি কুলদীপ যাদব ২টি,ও অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট পেলেন। কিউই তারকা ওপেনার রচীন বরীন্দ্র (৬)-র উইকেটটি নেন হার্দিক পান্ডিয়া।

নিউ জিল্যান্ডের হয়ে দারুণ লড়েন কেন উইলিয়ামসন (৮১)। কিন্তু ড্যারি মিচল (১৭) থেকে টম লাথাম (১৪), গ্লেন ফিল্পিস (১২)-রা কিছুই করতে পারলেন না। শেষের দিকে অধিনায়ক মিচেল স্যান্টনারের (২৮)-র ইনিংসটাও তেমন কাজে এল না। বরুণ চক্রবর্তী আউট করেন উইল ইয়ং (২২), গ্লেন ফিল্পিস (১২), মিচল ব্রেসওয়েল (২) ও স্যান্টনার ও ম্যাট হেনরি (২)-কে। বৃথা গেল কিউই পেসার ম্যাট হেনরির ৪২ রানে ৫ উইকেটের দুরন্ত স্পেলটা। চলতি টুর্নামেন্টে দুবাইয়ের পিচে দুটো ম্যাচে খেলার সুবিধাটা এদিন পেলেন রোহিতরা।

জয়ের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার

 

চার স্পিনারে সেমিতেও নামবে টিম ইন্ডিয়া

সেখানে চলতি টুর্নামেন্টে দুবাইয়ে প্রথমবার নেমে কিছুটা অপ্রস্তুত দেখায় স্যান্টনারদের। সেমিফাইনালে স্মিথদেরও এই অসুবিধার মুখে পড়তে হবে। কারণ গ্রুপের তিনটি ম্যাচই অজিরা খেলনে পাকিস্তানের মাটিতে।

গ্রুপের তিন ম্যাচের টিম ইন্ডিয়ার ফল:

বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী (২১ বল বাকি থাকতে)

পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ( ৪৫ বল বাকি থাকতে)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানে জয়ী

সেমিফাইনালের ক্রীড়াসূচি-

৪ মার্চ, মঙ্গলবার

ভারত বনাম অস্ট্রেলিয়া (দুবাই)

৫ মার্চ, বুধবার

দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ড (করাচি)