Pope Francis (Photo Credit: Pop Crave/ X)

Pope Francis Health Update: দু'সপ্তাহ হতে চলল গুরুতর অসুস্থ অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস। ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ার পর পোপ ফ্রান্সিসের দেহে নয়া জটিলতা ধরা পড়েছে।  যদিও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে দাবি করা হচ্ছে। তবে তাঁর এখনই পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। এদিকে, পোপ না থাকায় গুরুত্বপূর্ণ নানা কাজ আটকে রয়েছে। আগামী মাসখানেকের মধ্যে খ্রীস্ট ধর্মাবলম্বিদের নানা অনুষ্ঠান রয়েছে। সঙ্গে আবার দুনিয়ার উত্তাল পরিস্থিতিতে পোপের গুরুত্বপূর্ণ কিছু বিদেশ সফর ও বৈঠকও রয়েছে। ভ্যাটিকেন সিটি জুড়ে সবার মুখে একটাই কথা, আর অপেক্ষা পোপ ফ্রান্সিস কবে সুস্থ হয়ে ফিরবেন!

শেষ পর্যন্ত পদত্যাগ করবেন কি পোপ!

অনেকেই বলছেন, ৮৮ বছর বয়সের পোপ ফ্রান্সিসের শরীরে যে অবস্থা, তাতে তিনি আর পোপের মত গুরুদায়িত্ব সামলাতে পারবেন না। তাই পোপ ফ্রান্সিস শেষ পর্যন্ত হয়তো পদত্যাগ করলেন। তেমনটা হলে ৬০০ বছরের এই প্রথম কোনও পোপ ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদ থেকে ইস্তফা দেবেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি পোপ বেনেডিক্ট ষোড়শের পর মার্চে ফ্রান্সিস পোপের দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তী পোপ কীভাবে বাছা হবে

পরবর্তী পোপের পদে কে বসবেন তা ঠিক হবে ভোটাভুটির মাধ্যমে। কলেজ অফ কার্ডিনালস সিস্টিন চ্যাপেলের বিশেষ সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে নতুন পোপকে বেছে নেওয়া হবে। পোপ হতে হল অন্তত দুই তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে।