
India vs New Zealand ICT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির লিগের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া করল ২৪৯ রান। কিউই পেসার ম্যাট হেনরি-র ৪২ রানে ৫ উইকেটের দারুণ স্পেলে সত্ত্বেও লড়ার মত রান উঠল। কিউইদের বিরুদ্ধে এদিন ৩০ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল ভারতের ইনিংস। দ্রুত ফিরে যান শুবমন গিল (২), রোহিত শর্মা (১৫), বিরাট কোহলি (১১)। গিল, কোহলিকে আউট করেন কিউই পেসার হেনরি। তিন মহারথির আউটের পর শ্রেয়স আইয়ার (৭৯) দুরন্ত ইনিংস খেলে দলকে বিপদ থেকে বাঁচান।
দলের শুরুতে ভরাডুবি সামলে দুরন্ত শ্রেয়স আইয়ার
শ্রেয়সকে যোগ্য সঙ্গত দেন পাঁচ নম্বরে নামা অক্ষর প্যাটেল (৬১ বলে ৪১)। তবে এরপরেই টিম ইন্ডিয়ার রানটা তেমন ভাল দেখাচ্ছিল না। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে ৪৫ রানের ইনিংস টিম ইন্ডিয়ার রানকে লড়ার মত জায়গায় নিয়ে যায়। কেএল রাহুল (২৩) ও রবীন্দ্র জাদেজা(১৬)-র ছোট ইনিংসটাও বেশ কাজে আসে। হেনরির বলে আউট হন গিল, কোহলি, হার্দিক, জাদেজা ও সামি।
২৫০ রানের টার্গেট টিম ইন্ডিয়ার
A late Hardik blitz takes India close to 250. Enough on board? 🤔
🔗 https://t.co/qU6e63A631 | #NZvIND pic.twitter.com/LpJF3eGCAb
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 2, 2025
কিউইরা আজ জিতলে সেমিফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা
তার মানে কিউইরা ২৫০ রান করে ফেলতে পারলেই ভারতকে হারিয়ে গ্রুপ এ-তে চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে সেমিফাইনালে দুবাইয়ে টিম ইন্ডিয়া-র প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা (গ্রুপ বি-র চ্যাম্পিয়ন)। আর লাহোরে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড (গ্রুপ এ-র চ্যাম্পিয়ন) ও অস্ট্রেলিয়া (গ্রুপ বি-র রানার্স)। তবে ভারতের বোলাররা যদি দুবাইতে আজ কিউইদের ২৪৯ রানের মধ্যে বেঁধে রাখতে পারে, সেক্ষেত্রে সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। তখন অন্য সেমিফাইনালে খেলবে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।