১৯৭১-এ বাংলাদেশ মুক্তি যুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরিদের চাকরিতে ৩০ শতাংশ সংরক্ষণ পুনর্বহাল রেখে হাইকোর্টের নির্দেশ বাতিল করার দাবিতে চলছিল ক্ষমতাসীন আওয়ামীলিগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লিগের আন্দোলন।সেই আন্দোলনই মোড় নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। আন্দোলন চলাকালীন বাংলাদেশে পুলিশ ও বাংলাদেশ ছাত্র লিগের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। জানা গেছে চট্টগ্রামের ৩ জন, ঢাকার ২ জন ও ১ জন রংপুরে প্রাণ হারিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে কোটা নিয়ে বিক্ষোভের জেরেই এই সংঘর্ষ বলে জানা গেছে।
#Bangladesh: The quota reformists’ clashes with police and ruling party Awami League affiliated student wing Bangladesh Chhatra League (BCL) across the country. At least six people were killed.
— All India Radio News (@airnewsalerts) July 17, 2024
রাজ্যজুড়ে গতকাল এই বিক্ষোভের ফলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যান চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে সমস্ত সরকারী ও বে-সরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত ১ জুলাই থেকে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কোটা নিয়ে আন্দোলন শুরু করে।
#Bangladesh: At least 6 killed and scores injured in the last two days in quota reformists’ clashes with police and ruling party Awami League affiliated student wing Bangladesh Chhatra League (BCL) across the country. Three people died in Chattogram and two in Dhaka and one in… pic.twitter.com/ZTtcaPFWJo
— DD India (@DDIndialive) July 17, 2024