গুলি/ প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ফিলিপনস, ২ মার্চ: শপিংমলে বন্দি ৩০ জন। অভিযোগের তির প্রাক্তন নিরাপত্তারক্ষীর দিকে। ঘটনাস্থল ছেড়ে পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ১ জন (Fire at Shopping Mall)। তিনি বর্তমানে ওই শপিং মলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ঘটনাটি ঘটেছে ফিলিপিনসের সান জুয়ান (San Juan city) শহরের। পুলিশি নিরাপত্তায় দীর্ঘ বেশ কয়েক ঘণ্টা পর বন্দিদের উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন: Mother Dairy Name Changed: বদলে গেল মাদার ডেয়ারির নাম, সরকারের উদ্যোগে হল বেঙ্গল ডেয়ারি

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। শপিং মলে ঢুকে ওপেন ফায়ার শুরু করে অভিযুক্ত। সেই সময়ই গুলি লাগে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নিরাপত্তারক্ষীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শপিং মলের তরফে জানানো হয়েছে, নিরাপত্তারক্ষীর দায়িত্ব থেকে তাঁকে বরখাস্ত করা হয়। শপিং মলের নিরাপত্তারক্ষী প্রধানের কাছে ফের তাকে কাজে নেওয়ার জন্য অনুরোধ করা স্বত্ত্বেও ফিরিয়ে দেওয়া হয় তাকে। যার জেরেই ক্রোধের বশে শপিং মলের উপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি। গোটা ঘটনাটি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে শপিং মল কর্তৃপক্ষ। কিন্তু ব্যর্থ হন তাঁরা।