China Mine Collapse: চিনে খনি ধসে মৃত কমপক্ষে ২ ও নিখোঁজ ৫৩, দেখুন ভিডিয়ো
প্রতীকী ছবি

বেজিং: চিনের (China) ইনার মঙ্গোলিয়া (Inner Mongolia) স্বশাসিত অঞ্চলে একটি খনিতে (mine) বিশাল ধস (Collapse) নেমে মৃত্যু (death) হল কমপক্ষে ২ জনের। নিখোঁজ হয়েছেন আরও ৫৩ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে ইনার মঙ্গোলিয়া স্বশাসিত অঞ্চলের আলশাহ লেফট বানের (Alshaa Left Banner) এলাকায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিক তদন্তের পর জানা গেছে, এখনও পর্যন্ত ৫০ জনের বেশি মানুষ ওই খনিতে আটকে রয়েছেন। তাঁদের সন্ধানে তল্লাশি চালানোর সময় আটজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে দেখা যায়। আর বাকি ৬ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, ৩৩৪ জন উদ্ধারকর্মী ও ১২৯টি বিভিন্ন গাড়ি নিয়ে আটটি দল দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এদের মধ্যে ৯ জন সেফটি প্রটেকশন বিশেষজ্ঞও রয়েছেন। কাছাকাছি থাকা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।