বেজিং ১৬ মে: চিনে গিয়ে ইউক্রেনের প্রতি সুর নরম ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে শান্তি সমঝোতা করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট। দুই দিনের চিন সফরে গিয়ে এমনটাই জানালেন পুতিন। চিন আগেও যুদ্ধবিরতির জন্য রাশিয়ার কাছে প্রস্তাব রেখেছিল। কিন্তু সেবার ১২ দফার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পুতিন। তবে এবারে উল্টো সুর গেয়ে শান্তি সমঝোতার পক্ষে সওয়াল করলেন তিনি।
বৃহস্পতিবার সাতসকালে চিনে পৌঁছেছেন পুতিন। সূত্রের খবর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বড়়সড় বানিজ্যিক চুক্তি করতে পারেন তিনি। বিগত ছ'মাসে এই নিয়ে দ্বিতীয়বার বেজিং সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আসলে মার্চ মাসে রাশিয়ায় নির্বাচন হওয়ার পর এই প্রথম বিদেশ সফর করলেন পুতিন। আর সফরসূচির তালিকায় চিনকে প্রথমে রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। কারণ দিনকয়েক আগে আমেরিকার সঙ্গে ইউক্রেনের বৈঠক হয়েছিল। আর বৈঠক শেষে দুই দেশের মধ্যে সুসম্পর্ক নিয়ে জোড়ালো সওয়াল করেছিলেন জেলেনোস্কি।
Russian President Putin backs China's peace plan amid Ukraine conflict
Read @ANI Story | https://t.co/AWVnUrqRoU#Russia #China #VladimirPutin #RussiaUkraineConflict pic.twitter.com/U23KbxMVqx
— ANI Digital (@ani_digital) May 16, 2024
ইউক্রেনের আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়া চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার। সেই কারণে তড়িঘড়ি চিন সফরে গিয়েছে পুতিন। এদিন বেজিংয়ে পৌঁছে চিনের সঙ্গে সম্পর্ককে সীমাহীন বলে আখ্যান দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আর তারপরেই তিনি চিনের তরফ থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেন পুতিন।