২৫ বছর পর নিজেদের ভুল স্বীকার করল পাকিস্তান।সদ্য এক সাক্ষাৎকারে পাকিস্তানের শাসকদলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ও সুরক্ষা বজায় রাখার জন্য এবং দুই দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যে লাহোর চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।সেই চুক্তি পাকিস্তানই লঙ্ঘন করেছিল।অন্যদিকে কার্গিল যুদ্ধের জন্য যে পাকিস্তানই দায়ী ছিল সেই কথাও প্রকারান্তরে স্বীকার করে নিলেন তিনি।

পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উপলক্ষে পিএমএল-এন সভায় জনগণকে ভাষণ দিতে গিয়েই ভারতের সঙ্গে চুক্তি ভঙ্গের প্রসঙ্গ তোলেন নওয়াজ শরিফ। ১৯৯৯ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে ‘লাহোর ডিক্লারেশন’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে এই চুক্তি ছিল হাইভোল্টেজ চুক্তি।কিন্তু এর কয়েক মাস পরেই, ১৯৯৯ সালে পাকিস্তান জম্মু-কাশ্মীরের কার্গিল প্রদেশে অনুপ্রবেশ করে এবং তা দখল করার চেষ্টা করে, যার জেরে কার্গিলের যুদ্ধ শুরু হয়। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হলেও সেনা জেনারেল ছিলেন পারভেজ মুশারফ। ১৯৯৯ সালে জেনারেলের গোপন নির্দেশেই ভারতে অনুপ্রবেশ করে পাকিস্তান। ছেড়ে কথা বলেনি ভারতীয় সেনা। ইতিহাসের পাতায় উঠে আসে কার্গিল যুদ্ধ। যে যুদ্ধ জিতে নিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভারত। আর সেই সময় পরাস্ত হয়েছিল নওয়াজ শরিফের শাসনাধীন পাকিস্তান। সেই পর্বের কথাই সদ্য দলীয় ভাষণে তুলে ধরেন নওয়াজ শরিফ।শরিফের এই স্বীকারক্তি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলিতে সম্প্রচার হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

দেখুন সেই ভিডিও-