Poll Personnel (Photo Credit: X

লখনউ, ২ জুনঃ সম্পন্ন হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন। শনিবার ১ জুন সপ্তম এবং শেষ দফার ভোট ছিল মোট ৫৭টি আসনে। প্রচণ্ড গরম এবং তীব্র তাপপ্রবাহের মাঝেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh), ওড়িশা (Odisha), বিহারের (Bihar), রাজস্থান, পাঞ্জাবের মত রাজ্যেগুলিতে সাত দফা ধরে ভোট সম্পন্ন হয়েছে। শনিবার শেষ দফার ভোট চলাকালীন উত্তরপ্রদেশে অতিরিক্ত গরমের কারণে ৩৩ জন ভোট কর্মীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নবদীপ রিনওয়া সেই তথ্য প্রকাশ করেছেন। হোম গার্ড, সাফাই কর্মী, অন্যান্য ভোটকর্মী এবং ভোটার মিলিয়ে এদিন ৩৩ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রত্যেকের মৃত্যুর জন্যে অতিরিক্ত গরমকেই দায়ী করছেন চিকিৎসকেরা।

অন্তম দফার ভোটের মাঝে সিকন্দরপুরের এক ভোটকেন্দ্রে এক ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। ওই মৃত ভোটারের নাম রাম চৌহান। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) তরফে প্রত্যেক জেলাপ্রশাসনকে ভোটকর্মীদের মৃত্যুর কারণ দর্শীয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে মৃত ভোটকর্মীদের ময়নাতদন্তের রিপোর্টও জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশে তাপপ্রবাহের (Uttar Pradesh Heatwave) কারণে এখন অবধি অন্ততপক্ষে ৯০ জন বলি হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই ভোটকর্মী। ভোটের কাজের সঙ্গে যুক্ত মৃত ভোটকর্মীদের প্রত্যেকের পরিবাবারকে ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। সপ্তম এবং শেষ দফায় গোরক্ষপুর, মির্জাপুর, বারাণসী, সালেমপুর মিলিয়ে উত্তরপ্রদেশের বাকি ১৩টি লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। যোগী রাজ্যের শেষ ১৩টি আসনে ভোটের কাজের জন্যে নির্বাচন কমিশন ১,০৮,৩৪৯ জন ভোটকর্মীকে নিযুক্ত করেছিল।