Fish Drone China : ক মাস আগেই আমেরিকার আকাশে নজরদারি বেলুন ড্রোন উড়িয়ে চমকে দিয়েছিল চিন। ড্রোনের বিষয়ে চিন বাকি দেশগুলিকে টেক্কা দিচ্ছে। চিনের ড্রোন প্রযুক্তি এতই উন্নত হচ্ছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের দেশের সুরক্ষায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার চিনের এক সংস্থা নিয়ে এল 'মাছ ড্রোন'।
এই 'মাছ ড্রোন' জলের তলায় এমনভাবে চলে কোনওভাবেই বোঝার উপায় নেই যে সেটা মাছ নয়। অথচ অনায়াসে সেই ড্রোন মাছের মত অবিকল এঁকেবেঁকে গিয়ে শত্রুপক্ষের সব খবর নিয়ে চলে আসতে পারবে।
Ultra-realistic Chinese underwater drone (fish).
We initially thought it could be fake, but it's a thing.
Developed by Chinese company Boya Gongdao, the bionic arowana fish has a battery autonomy of 6-8 hours. pic.twitter.com/0gY39y4nbO
— Clash Report (@clashreport) May 27, 2024
বোয়া গোংডাও নামের সেই চিনা কোম্পানির মাছ ড্রোন ৬-৮ ঘণ্টা অনায়াসে চার্জ ছাড়াই গভীর জলে ঘুরতে পারে। মাছের ভিতরেই থাকছে অটো ভিডিয়ো ব্যাকআপের ব্যবস্থা। অবাক করা কথা হল, কোনওভাবেই খালি চোখে বোঝার উপায় নেই যে সেটা সাধারণ মাছ নয়।