ভোটের আবহে ফের পঞ্জাব থেকে উদ্ধার মাদক। আগামীকাল পঞ্জাবের ১৩টি আসনে নির্বাচন রয়েছে। তার আগে সীমান্তবর্তী দুই জায়গা থেকে মাদক উদ্ধার করল বিএসফ জওয়ানরা। জানা যাচ্ছে, দুই ভিন্ন জায়গা থেকে মোট ১০৬০ গ্রাম মেথামফেটামিন (Methamphetamine) ড্রাগ উদ্ধার করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ত্রাণ তরন জেলার দুটি ভিন্ন গ্রামে গত বৃহস্পতিবার রাতে ড্রোন উড়তে দেখতে পায় টহলরত জওয়ানরা। তারপরেই সেগুলি নামিয়ে দেখা যায় এর মধ্যে মাদক রয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা ১০ নাগাদ সিবি চাঁদ গ্রামের ওপরে প্রথম ড্রোন দেখা যায়। তখনই বিএসএফ জওয়ান সেটি নামানোর ব্যবস্থা করে। সেখান থেকে প্রথম মাদক উদ্ধার হয়। তারপর আরেকটি ড্রোনের হদিশ পাওয়া যায় কালসিয়ান গ্রামের কিছুটা দূরে। সেটা নামানোর পরেও একইভাবে মাদক উদ্ধার হয়। অর্থাৎ প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, দুই এলাকা থেকে যে মাদকগুলি উদ্ধার হয়েছে সেগুলি একটি সংগঠন থেকেই পাঠানো হচ্ছে।
The Border Security Force has confiscated two drones along with narcotics at two different places near the International Border area of Punjab's Tarn Taran district. In total, 1,060 grams of suspected methamphetamine narcotics were recovered from the drones-- one seized around… pic.twitter.com/K6HQBp4iZ7
— ANI (@ANI) May 31, 2024
যদিও এই ঘটনায় কোনও সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়নি। ফলে কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ। ইতিমধ্যে ওই মাদকগুলি বাজেয়াপ্ত করে নারকোটিক্স বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকাতে নজরদারি বাড়িয়েছে বিএসএফ অফিসাররা।