নয়াদিল্লিঃ প্রাক্তন প্রেমিকাকে (Girlfriend) জোর করে গর্ভপাতের (Abortion) ওষুধ খাওয়ানোর অভিযোগে, মার্কিন যুক্তরাষ্ট্রের (US) গ্রেফতার এক ব্যক্তি । জানা গিয়েছে, অভিযুক্তের নাম রবার্ট কাওয়াদা (৪৩)। ম্যাসাচুসেটসের বাসিন্দা তিনি। প্রাক্তন প্রেমিকার গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওয়াটারটাউন থানার পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে 'ডেটিং অ্যাপ'-এর মাধ্যমে দু'জনের আলাপ হয়। মার্চ মাস পর্যন্ত সম্পর্কে ছিল এই জুটি। এরপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর প্রেমিকা জানান তিনি অন্তঃসত্বা। ধৃত যুবক জানান, তিনি তাঁর খেয়াল রাখবেন। প্রেগন্যান্সি নিয়ে তাঁর অনেক জ্ঞান আছে বলেও দাবী করেন অভিযুক্ত। প্রাক্তন প্রেমিকের কথায় বিশ্বাস করেন ওই মহিলা। এরপর অভিযুক্ত তাঁর বাড়িতে একজন নার্স পাঠান। আয়রন ট্যাবলেটের নাম করে অন্তঃসত্বা মহিলাকে গর্ভপাতের ওষুধ খাওয়ান তিনি। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। সেই সঙ্গেই রক্তপাত হয়ে শুরু করে। হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন তাঁর গর্ভপাত করানো হয়েছে। এরপরই প্রাক্তন প্রেমিকের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে ওয়াটারটাউন থানার পুলিশ। যদিও পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, তিনি তাঁর প্রাক্তন প্রেমিকাকে ভিটামিন সি ট্যাবলেট খেতে বলেন। গর্ভপাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।
US Man Charged After Tricking Girlfriend Into Taking Abortion Pill To End Pregnancy https://t.co/4guE92RFjR
— NDTV (@ndtv) May 30, 2024