নয়াদিল্লি: চিনের গোয়াংগজৌ (Guangzhou) শহরে টর্নেডোর (Tornado) আঘাতে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। চিনের দক্ষিণ অঞ্চলে (Southern China) গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে প্রবল বন্যায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গৃহবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যায় বিপর্যস্ত বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ চালাচ্ছে প্রশাসন। এরই মধ্যে টর্নেডোর আঘাতে আরও বিধ্বস্ত হয়ে পড়েছে গোয়াংগজৌ শহরটি।
আরও পড়ুন: Pakistan: দেশে লুকিয়ে থাকা আফগানদের ফেরৎ পাঠাচ্ছে পাকিস্তান, চলছে খোঁজ
চিনের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, প্রায় ২ কোটি মানুষের বাস গোয়াংগজৌ শহরে। সেখানেই শনিবার টর্নেডো হানা দেয়, ঝড়ের দাপটে পাঁচজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন, পাশাপাশি ১৪১টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।