Close
Advertisement
 
শুক্রবার, নভেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
14 minutes ago
Live

West Bengal LS Exit Poll Live Updates 2024: বঙ্গের কোন ফুলে কত লোকসভা আসন? হাত আর কাস্তে কি চিন্তায় ফেলবে দুই শিবিরকে? দেখুন এগজিট পোল

পশ্চিমবঙ্গ Indranil Mukherjee | Jun 01, 2024 08:38 PM IST
A+
A-
01 Jun, 20:38 (IST)

তৃণমূল:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২ টি আসন।
এবারের ওপিনিয়ন পোলে দেখা গিয়েছিল তৃণমূল পেতে পারে ২০টি আসন
এবারের সি ভোটার এক্সিট পোলে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে  ১৩-১৭টি আসন

বিজেপি:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন।
এবারের ওপিনিয়ন পোলে দেখা গিয়েছিল বিজেপি পেতে পারে ২০টি আসন
এবারের সি ভোটার এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে  ২৩-২৭টি আসন

বাম ও কংগ্রেস:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস একসঙ্গে যোগ করলে পেয়েছিল ২ টি আসন।
এবারের ওপিনিয়ন পোলে দেখা গিয়েছিল কংগ্রেস পেতে পারে ২টি আসন
এবারের এক্সিট পোলে দেখা যাচ্ছে বাম ও কংগ্রেস জোট পেতে পারে ১-৩টি আসন।

01 Jun, 20:38 (IST)

তৃণমূল:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২ টি আসন।
এবারের ওপিনিয়ন পোলে দেখা গিয়েছিল তৃণমূল পেতে পারে ২০টি আসন
এবারের সি ভোটার এক্সিট পোলে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে  ১৩-১৭টি আসন

বিজেপি:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন।
এবারের ওপিনিয়ন পোলে দেখা গিয়েছিল বিজেপি পেতে পারে ২০টি আসন
এবারের সি ভোটার এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে  ২৩-২৭টি আসন

বাম ও কংগ্রেস:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস একসঙ্গে যোগ করলে পেয়েছিল ২ টি আসন।
এবারের ওপিনিয়ন পোলে দেখা গিয়েছিল কংগ্রেস পেতে পারে ২টি আসন
এবারের এক্সিট পোলে দেখা যাচ্ছে বাম ও কংগ্রেস জোট পেতে পারে ১-৩টি আসন।

01 Jun, 20:29 (IST)

01 Jun, 20:29 (IST)

01 Jun, 20:25 (IST)

জন কি বাত এর এগজিট পোল বলছে বিজেপি আসন বাড়াচ্ছে বঙ্গে।তাদের সমীক্ষা বলছে বিজেপির ১৮ টা আসন বেড়ে হচ্ছে ২১-২৬। অন্যদিকে লোকসভা আসনে দাঁত ফোটাচ্ছে বাম- কংগ্রেস জোট পেতে পারে ৩টি আসন। অন্যদিকে শাসক তৃণমূলের আসন কমে দাঁড়াচ্ছে ১৬ থেকে ১৮টি।

 

01 Jun, 20:25 (IST)

জন কি বাত এর এগজিট পোল বলছে বিজেপি আসন বাড়াচ্ছে বঙ্গে।তাদের সমীক্ষা বলছে বিজেপির ১৮ টা আসন বেড়ে হচ্ছে ২১-২৬। অন্যদিকে লোকসভা আসনে দাঁত ফোটাচ্ছে বাম- কংগ্রেস জোট পেতে পারে ৩টি আসন। অন্যদিকে শাসক তৃণমূলের আসন কমে দাঁড়াচ্ছে ১৬ থেকে ১৮টি। 

 

01 Jun, 19:34 (IST)

সাত দফার ভোটের মহাযুদ্ধের শেষে ভারতের মসনদে কে বসবে মসনদে বোঝা যাবে আগামী মঙ্গলবার। তার আগে জনমতের একটা আভাস পেতে সামনে পেতে সামনে এসেছে  সি ভোটারের এক্সিট পোল। যেখানে পদ্মের ঝুলিতে আসতে চলেছে ২৩-২৭টি আসন। জোড়াফুলের দখলে আসবে ১৩-১৭ টি আসন এবং বাম-কংগ্রেস জোটের দখলে আসতে চলেছে ১-৩ টি আসন। 

দেশজুড়ে শেষ হয়েছে ৫৪২ লোকসভা আসনের ভোটগ্রহণ। দেশের জনগণের  ভোটাধিকার প্রয়োগের শেষে এবার সমস্ত রাজনৈতিক দলগুলির পাখির চোখ ৪ জুন। সেদিনই প্রকাশিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল।২০১৯, ২০২৪ এর পর  ফের তৃতীয়বারের জন্য কি ক্ষমতায় আসতে চলেছে বিজেপি? ৩০০ না ৪০০ পার নজরে আরও একবার মোদী সরকার? নাকি এবার গদি উলটাবে? ক্ষমতায় আসবে I.N.D.I. জোট?

আগামী ৪ জুনই সকলের কৌতূহলের অবসান ঘটবে। তবে তার আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটের ফলের আগাম ইঙ্গিত পাওয়া যাবে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলে। কমিশনের নির্দেশে প্রতিটা দফার পর প্রকাশ করা যায়নি বুথ ফেরত সমীক্ষা। তবে আজ সপ্তম দফার ভোট শেষের পর উঠে গেছে সেই নিষেধাজ্ঞা। এবার পালা এগজিট পোলের। তবে সমীক্ষার রিপোর্ট একদম সঠিক হবে, তার কোনো বাস্তবতা নেই। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল বাস্তবে মেলেনি।তবুও সমীক্ষার পাশাপাশি অন্যান্য সব খবরে নজর থাকবে আমাদের।

 

 

 


Show Full Article Share Now