দক্ষিণ-পশ্চিম চিনের (China) একটি হাসপাতালে (Hospital) হামলার জেরে আতঙ্ক ছড়াল। দক্ষিণ-পশ্চিম চিনের ওই হাসপাতালে হামলার জেরে পরপর ১০ জনের মৃত্যু হয় বলে খবর। আহত ১২ জনের বেশি। কে বা কারা দক্ষিণ চিনের এই হাসপাতালে হামলা চালাল, সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি। শুধু সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, ছুরি হাতে এক ব্যক্তি দক্ষিণ চিনের হাসপাতালে প্রবেশ করছে। চিনের স্থানীয় সময় ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানা যায়।
দক্ষিণ চিনের এই হাসপাতালে হামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে, সে বিষয়ে সে দেশের পুলিশের তরফে জোর তদন্ত শুরু করা হয়েছে। চিনের ইউনান প্রদেশের ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হাসপাতালে হাামলার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও একনও কোনও তথ্য মেলেনি।