কলকাতা, ৩১ ডিসেম্বর: গোটা দেশে যেমন হু হু করে বাড়ছে করোনাভাইরাস, তেমনি পশ্চিমবঙ্গেও সংক্রমিতর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। বৃহস্পতিবার রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২,১২৮ জন। শুক্রবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৪৫১-তে। অর্থাৎ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবনার এক লাফে ১৩২৩ জন বেড়ে গিয়েছে সংক্রমিত হিসেবে। ফলে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতে কপালে চিন্তার বাঁজ পড়ছে স্বাস্থ্য দফতর থেকে প্রশাসন, প্রত্যেকের।
শুক্রবার কলকাতায় সংক্রমিতর সংখ্যা আরও বেড়েছে। আজ কলকাতায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫৪-তে। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলিতেও সংক্রমণ বাড়ছে হু হু করে। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
এদিকে ওমিক্রন যেভাবে গোটা বিশ্বের পাশাপাশি ভারতে থাবা বসাচ্ছে, তাতে শিগগিরই ছবিটা পালটে যেতে পারে। ডেল্টার (Delta) জায়গায় ওমিক্রনই সবচেয়ে সংক্রমিত ভাইরাসের জায়গা নেবে। এমনই মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন: COVID-19: ভারতে ডেল্টার জায়গা নিচ্ছে ওমিক্রন, দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার এই প্রজাতি
বিদেশ থেকে যাঁরা সম্প্রতি ভারতে (India) আসেন, তাঁদের ৮০ শতাংশের শরীরে ওমিক্রনের (Omicron) সংক্রমণ ধরা পড়েছে। ফলে ভারতে ওমিক্রন সংক্রমিতর সংখ্যা দিনের পর দিন ধরে বাড়তে শুরু করেছে। ভারতে ওমিক্রন সংক্রমিতর সংখ্যা কতটা বাড়ছে, সে বিষয়ে নিজে দেখভাল করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রিভিউ বৈঠকও শুরু করেন ওমিক্রন সংক্রমণের দিকে লক্ষ্য রাখতে। তবে ওমিক্রনে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বেশিরভাগের শরীরে কোনও উপসর্গ নেই। তবে বেশ কয়েকজন এমন রোগীর সন্ধান মিলছে, তাঁদের শরীরে মৃদু উপসর্গ দেখা দিচ্ছে ওমিক্রনের জেরে।