Virat Kohli. (Photo Credits: X)

জয়পুর, ১৩ এপ্রিল: IPL 2025, RCB vs RR: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জ বেঙ্গালুরু। জয়পুরে রবিবার বিকেলে আইপিএলের রয়্যালস যুদ্ধে হেলায় জয় পেল বিরাট কোহলির আরসিবি। রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জ বেঙ্গালুরু। জয়পুরে রবিবার বিকেলে আইপিএলের রয়্যালস যুদ্ধে হেলায় জয় পেল বিরাট কোহলির আরসিবি।  রাজস্থানের বিরুদ্ধে ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় পেলেন রজত পাতিদার, কোহলিরা। এই জয়ের সুবাদে তিন নম্বরে উঠে এল আরসিবি (৬ ম্য়াচে ৮ পয়েন্ট), আর ঘরের মাঠে হেরে সাত নম্বরে তলিয়ে গেল রাজস্থান (৬ ম্য়াচে ৪ পয়েন্ট)। এদিন আরসিবি-র হয়ে নায়ক ফিল সল্ট (৩৩ বলে ৬৫) ও বিরাট কোহলি (৪৫ বলে ৬২ অপরাজিত)। বৃথা গেল রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (৪৭ বলে ৭৫)-র দুরন্ত ইনিংস।

কীভাবে জিতল বেঙ্গালুরু

প্রথমে ব্যাট করে সঞ্জু স্য়ামসনের রাজস্থান রয়্যালস করেছিল ১৭৩ রান। আরসিবি-র দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি দুরন্ত ব্যাটিং করে দলকে সহজ জয় দেন। সল্ট ও কোহলি ওপেনিং জুটিতে ৫২ বলে ৯২ বলে দলকে দারুণ জায়গায় দাঁড় করায়। ৬টি ওভার বাউন্ডারি, ৫টি বাউন্ডারি হাঁকানো চোখধাঁধানো ইনিংস খেলে বাঁ হাতি স্পিনার কুমার কার্তিকের বলে আউট হন আরসিবি-র ব্রিটিশ ওপেনার সল্ট। সল্টের আউটের পর তিনে নামা দেবদূত পাদিক্কাল (২৮ বলে ৪০ অপরাজিত)-কে নিয়ে শেষ পর্যন্ত জিতিয়ে আনেন কোহলি। সাতজনে বল করে আরসিবি-র মাত্র একটি উইকেট পান রাজস্থানের বোলাররা।

বিরাটদের সহজ জয়

সঞ্জুরা ব্যর্থ

যশস্বী জয়সওয়াল দারুণ খেললেও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (১৫) এদিন রান পাননি। সেট হয়ে আউট হয়ে যান রিয়ান পরাগ (২২ বলে ৩০)। তবে শেষের দিকে ২৩ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ধ্রুব জুরেল। আরসিবি-র বিরুদ্ধে পরবর্তী ম্যাচ শুক্রবার, পঞ্জাব কিংসের বিরুদ্ধে। অন্যদিকে, রাজস্থানের এবার খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, দিল্লিতে।