পিসি মায়াবতী (Mayawati) একসময় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এখন বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party) নেই। তবে তাঁর পরবর্তীকালে কার হাতে দলের দায়িত্ব থাকবে এই নিয়ে গত লোকসভা নির্বাচনের আগে থেকেই ঝামেলা চলছে। পিসি চেয়েছিলেন তাঁর একমাত্র ভাইপোই পাবে দল ব্যাটন। একটা সময়ে মায়াবতী আকাশ আনন্দকে (Akash Anand) যোগ্য উত্তরসূরি হিসেবেই দেখছিলেন। এমনকী ২০২৩-এ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় আকাশ আনন্দকে। তারপর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ নেতা ক্ষোভপ্রকাশ শুরু করেন। দলের বাকি নেতৃত্বের সিদ্ধান্তে লোকসভা নির্বাচনের আগে তাঁকে সরিয়ে দেওয়া হয়। আবার ভোট মিটতে পুরোনো পদ ফিরিয়েও দেওয়া হয়।
মায়াবতীর কাছে ক্ষমা চাইলেন ভাইপো আকাশ
তবে গল্প এখানেই শেষ নয়, চলতি বছরে ফের তাঁকে সমন্বয়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয়বার দলের পদ থেকে সরানো হয়েছে তাঁকে। তাঁর জায়গায় আকাশের বাবা আনন্দ কুমার এবং রাজ্যসভার সাংসদ রামজি গৌতমকে দায়িত্ব দেওয়া হয়। পদ হারানোর পর রবিবার এই নিয়ে মন্তব্য করেন আকাশ। এক্স হ্যাণ্ডেলে কার্যত পিসির হাতে পায়ে ধরে ক্ষমা চাইছেন তিনি। তিনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন তা তিনি জানিয়েছেন।
দেখুন পোস্ট
Uttar Pradesh | Akash Anand, nephew of Bahujan Samaj party chief Mayawati, who was expelled from the party, has appealed to her to take him back into the party
He tweeted, "I appeal to her to forgive all my mistakes and give me a chance to work in the party again, for which I… pic.twitter.com/Ozil0ucfUS
— ANI (@ANI) April 13, 2025
দল ও পরিবারে ভাঙন ধরানোর অভিযোগ ওঠে আকাশের শ্বশুরের বিরুদ্ধে
যদিও কী কারণে আকাশকে বারবার ক্ষমতাচ্যুত করা হচ্ছে তা দলনেত্রী স্পষ্টভাবে না জানালেও সূত্র মারফত জানা যাচ্ছে, আকাশ তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় নাকি উঠছেন বসছেন। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ মায়াবতী। অশোক হলেন সদ্য বহিস্কৃত বিএসপির দাপুটে নেতা। এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ, আকাশের মাধ্যমে মায়বতীর পরিবার ও দলে ভাঙন ধরাচ্ছেন অশোক।