CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৩১ ডিসেম্বর:  গোটা বিশ্বের (World) বিভিন্ন প্রান্তে হু হু করে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। গোটা বিশ্বের পাশাপাশি ভারত জুড়েও থাবা বসাতে শুরু করেছে করোনার (COVID 19) এই নয়া প্রজাতি। শুধু তাই নয়, ওমিক্রন যেভাবে গোটা বিশ্বের পাশাপাশি ভারতে থাবা বসাচ্ছে, তাতে শিগগিরই ছবিটা পালটে যেতে পারে। ডেল্টার (Delta) জায়গায় ওমিক্রনই সবচেয়ে সংক্রমিত ভাইরাসের জায়গা নেবে। এমনই মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

বিদেশ থেকে যাঁরা সম্প্রতি ভারতে (India) আসেন, তাঁদের ৮০ শতাংশের শরীরে ওমিক্রনের (Omicron) সংক্রমণ ধরা পড়েছে। ফলে ভারতে ওমিক্রন সংক্রমিতর সংখ্যা দিনের পর দিন ধরে বাড়তে শুরু করেছে। ভারতে ওমিক্রন সংক্রমিতর সংখ্যা কতটা বাড়ছে, সে বিষয়ে নিজে দেখভাল করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রিভিউ বৈঠকও শুরু করেন ওমিক্রন সংক্রমণের দিকে লক্ষ্য রাখতে। তবে ওমিক্রনে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বেশিরভাগের শরীরে কোনও উপসর্গ নেই। তবে বেশ কয়েকজন এমন রোগীর সন্ধান মিলছে, তাঁদের শরীরে মৃদু উপসর্গ দেখা দিচ্ছে ওমিক্রনের জেরে।

আরও পড়ুন:   COVID 19 In West Bengal: রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, বেসরকারি হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

ওমিক্রন কতটা প্রভাব বিস্তার করতে পারে, সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দফতর দিনরাত কাজ করছে। করোনাভাইরাসের ওমিক্রনের ট্রেন্ড কী, সে বিষয়ে সব সময় রিভিউ বৈঠক করা হচ্ছে। পাশাপাশি ওমিক্রন ঠেকাতে রাজ্যগুলিকে সজাগ থাকার নির্দেশে দেওয়া হয়েছে। কেন্দ্র, রাজ্য যাতে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে ওমিক্রন প্রতিরোধে, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।

পাশাপাশি গোটা দেশের হাসপাতালগুলিকে (Hospital) তৈরি থাকার কথা বলা হয়েছে। অক্সিজেন (Oxygen) থেকে পর্যাপ্ত ওষুধ, সবকিছু মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে।