
দিল্লি, ১৬ এপ্রিল: ফের ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এবার মানসিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীর উপর নির্মম অত্যাচার চালানো হল। ১০ বছর বয়সী ওই কিশোরীর (Rape) উপর চলে অকথ্য অত্যাচার। নগ্ন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা ওই ঘটনায় জড়িত, তাদের খুঁজছে পুলিশ (Uttar Pradesh Police)।
রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার রাত থেকে বছর ১০ এর ওই কিশোরী নিখোঁজ ছিল। মানসিকভাবে প্রতিবন্ধী ওই দলিত কিশোরীকে (Dalit Girl) বুধবার সকালে রামপুরে (Rampur) একটি মাঠের ভিতর থেকে উদ্ধার করা হয়। কোনওক্রমে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ভয়াবহ নির্যাতন চালানো কিশোরীর উপর...
यूपी : जिला रामपुर में 10 साल की मंदबुद्धि दलित लड़की से दरिंदगी की सारी इंतेहा पार हो गईं। ये लड़की कल रात लापता हुई। आज सुबह खेत में न्यूड मिली। शरीर का कोई अंग नहीं बचा, जहां दांत से काटने के निशान न हों। प्राइवेट पार्ट लहूलुहान था। अस्पताल में इलाज चल रहा है। आरोपी की तलाश… pic.twitter.com/LtV3zzOxH2
— Sachin Gupta (@SachinGuptaUP) April 16, 2025
জানা যায়, ওই কিশোরীকে যখন উদ্ধার করা হয়, তার যৌনাঙ্গ (Private Parts) রক্তে ভেসে যাচ্ছিল। শুধু তাই নয়, বছর ১০-এর ওই কিশোরীর শরীরের এমন কোনও অঙ্গ, প্রত্যঙ্গ নেই যেখানে কামড়ের দাগের অভাব। ১০ বছরের বাচ্চা মেয়েটিকে কামড়ে, অত্যাচার করে ভয়ঙ্করভাবে তার উপর চালানো হয় নির্যাতন।
উত্তরপ্রদেশের রামপুরের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে হইচই পড়ে যায়। কে বা কারা ওই মানসিকভাবে প্রতিবন্ধী কিশোরীর উপর ওভাবে অত্যাচার চালায়, তা নিয়ে স্থানীয়রা গর্জে উঠতে শুরু করেছেন। পুলিশও তদন্ত শুরু করেছে জোর কদমে।