প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হচ্ছিল। তা জানতে পেরেই তাঁর বাড়িতে বন্দুক নিয়ে চড়াও হয় যুবক। রাগের মাথায় প্রেমিকাকে ও তাঁর মাকে খুন করে নিজেও ওই বন্দুক নিয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় (Nalanda) সিং কলোনীতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা যাচ্ছে, আগামী ২৮ এপ্রিল পুণম কুমারী নামে তরুণীর বিয়ে ছিল। যদিও সে যে যুবককে ভালোবাসতেন তাঁর সঙ্গে বিয়ে হচ্ছিল। পরিবারের চাপে অন্য এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। এই নিয়ে বেশ কয়েকদিন বচসা চলছিল দুই পক্ষের। এরমধ্যেই বুধবার সন্ধ্যায় পুণের বাড়িতে হাজির হয় মণীষ কুমার।
দেখুন ভিডিয়ো
Nalanda, Bihar: In the Singh Colony, a man named Manish Kumar shot and killed his girlfriend, Poonam Kumari, and her mother, before attempting suicide by shooting himself. Manish was reportedly upset over Poonam's upcoming wedding on April 28 and attacked in anger. Both victims… pic.twitter.com/lSZAflBxrj
— IANS (@ians_india) April 16, 2025
তারপরেই দুজনকে লক্ষ্য করে গুলি করে মণীষ। তারপর নিজের বন্দুক নিয়ে নিজেকেই গুলি করে সে। গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে এমন কাণ্ড দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।