Puja, Representational Image (Photo Credit: Pixabay)

Puja Rituals: প্রতিদিন ফুল, চন্দন, বাতাসা, নকুলদানা দিয়ে ঠাকুরের পুজো করেন তো ঘরে! তবে প্রতিদিনের পুজো (Puja)  কীভাবে করেন, সেখানে কোনও ভুল হচ্ছে না তো? প্রতিদিন যখন সিংহাসনের ঠাকুরের সামনে ফুল, দীপ, ধুপ জ্বেলে পুজো করছেন, তখন যদি এই ভুলগুলি করেন, তাহলে হয়ত আপনার ভক্তিতে কোনও ভাটা পড়বে না কিন্তু ভুলচুক হয়ত থেকেই যাচ্ছে।

আরও পড়ুন:  Kharchi Puja 2024: ১৪ দেবদেবী পূজিত হন খার্চি পুজোয়, জেনে নিন ২০২৪ সালে খার্চি পুজো কবে এবং খার্চি পুজোর পৌরাণিক কাহিনী...

১। প্রতিদিন যখন পুজো করবেন, সেই সময় ঠাকুরের প্রসাদের থালা বেশিক্ষণ সিংহাসনে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব পুজো শেষের পর প্রসাদ দিয়ে দিন অন্যদের।

২। প্রসাদ বিতরণে কখনও কোনও কার্পণ্য করবেন না। মনে রাখবেন, ঈশ্বরের কৃপা পেতে ধনী, দরিদ্র নির্বিশেষ সবাইকে প্রসাদ বিতরণ করুন। তার মাধ্যমেই হয়ত আপনি ঈশ্বরের কৃপা পাবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন।

৩। নিত্য পুজোর সময় দেবাদিদেব হোন কিংবা মাকালী কিংবা রাধা-কৃষ্ণ বা লক্ষ্মী-নারায়ণ, প্রত্যেকের সামনে পৃথক বাটা রাখুন। কাসা, তামা কিংবা পিতলের  বাটায় প্রসাদ নিবেদন করুন। স্টিলের থালা ব্যবহার না করাই ভাল।

৪। এসবের পাশাপাশি জেনে নিন, কোন দেবতা কীসে সন্তুষ্ট। অর্থাৎ মাকালীর পুজোয় যখন লাল জবা নিবেদন করছেন, সেই সময় শিবের মাথায় দিন নীলকণ্ঠ। সরস্বতী ঠাকুরের সামনে রাখুন হলুদ বা সাদা রঙের ফুল। পদ্ম ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন। সবকিছু মিলিয়ে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, তা জেনেই আপনার সিংহাসন সাজিয়ে তুলুন নিত্য পুজোর সময়।