পার্থ প্রতিম চন্দ্র: আজ দশমী। শাস্ত্রমতে আজই দুর্গাপুজোর শেষ দিন। দশমী মানেই বলার পালা, মনখারাপের গলায় বলা 'আসছে বছর আবার হবে'। আনন্দের আলো ডুবছে বিসর্জনের বিষন্নতায়। সেই মহালয়া থেকে কলকাতা সহ গোটা রাজ্য পুজোয় গা ভাসিয়েছে। মহালয়া থেকে সমানে শহরের রাস্তা দিয়ে হেঁটে ঠাকুর দেখে চলছে বাঙালি। আজ সেসবের শেষ। এবার পালা বিসর্জন। শহরের বেশীরভাগে বড় পুজোগুলি আজ, দশমীতে বিসর্জন হচ্ছে না। তবে বেশ কিছু বড় পুজো ঐতিহ্য মেনে আজই বিসর্জন দিচ্ছে। বেশ কিছু মাঝারি ও ছোট পুজো, বাড়ির পুজোও বিসর্জন হচ্ছে। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুরখেলা, মা-কে বিদায় দেওয়ার আগে চলছে বরণের পালা। মণ্ডপের বাইরে লম্বা লাইন লালপেড়ে শাড়িতে দাঁড়িয়ে মহিলারা।
কড়া পুলিশি ঘেরাটোপে কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। কখনও কখনও নাছে মুষলধারে বৃষ্টি। তার মধ্য়েই চলছে বিসর্জনের কাজ। বিসর্জনের কারণে গঙ্গা দূষণ নিয়ে সর্তক রাজ্য সরকার ও কলকাতা পুরসভা। পরিবেশ দফতরের গাইডলাইন মেনেই গঙ্গার সব ঘাটে বিসর্জন চলছে।
দেখুন ভিডিয়ো
That's how we Bengalis celebrate Durga pujo in Kolkata, Bengal. A celebration minus loud peppy DJ music, restrictions on food choices, discrimination/hate towards other communities. A festival which embraces everyone with open warms.
বলো দুর্গা মাই কি জয়,
আসছে বছর আবার হবে। pic.twitter.com/CQTYF6kBrl
— Sourav || সৌরভ (@Sourav_3294) October 24, 2023
জেলার বেশীরভাগ পুজোই আজ বিসর্জন হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদেনীপুর, হাওড়া, হুগলি-র বিভিন্ন জায়গায় চলছে প্রতিমা নিরঞ্জন।