PAK vs BAN Series 2025: সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (Bangladesh Cricket Board) নিশ্চিত করেছে যে তাদের আসন্ন পাকিস্তান সফরে কোনও ওয়ানডে ম্যাচ থাকছে না। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এশিয়া কাপ টি-২০ ও আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজে শুধুমাত্র টি-টোয়েন্টি ম্যাচ থাকছে। এর আগে এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করা হয়েছে। আগামী মে মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন উভয় বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পরে এই অতিরিক্ত সিরিজটি ফাইনাল করা হয়েছিল বলে জানা গেছে। Mark Chapman, NZ vs PAK 1st ODI Live Score: ইতিহাস গড়লেন মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হয়ে ঝুলিতে এল যে রেকর্ড
পাকিস্তান বনাম বাংলাদেশ সিরিজে বাড়ল টি-২০ ম্যাচ
🚨 PCB and BCB have mutually agreed to replace ODIs with T20Is from their upcoming bilateral series in May and July in preparation for the forthcoming Asia Cup and T20 World Cup 📰
➡️ BAN tour of PAK (May) will now consist of 5 T20Is
➡️ PAK tour of BAN (July) will now consist… pic.twitter.com/EVWHeu77yk
— Cricwick (@Cricwick) March 24, 2025
সিরিজের তারিখ এবং ভেন্যু নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কয়েক দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে বলে আশা করা যায়। মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জুলাইয়ে মেন ইন গ্রিনকে আতিথ্য দেবে বাংলা টাইগার্স। সিরিজের তারিখ ২০, ২২ ও ২৪ জুলাই হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি কর্মকর্তা। জুলাইয়ে দুই দলের মধ্যকার ভবিষ্যৎ সিরিজ নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, 'পাকিস্তান যখন বাংলাদেশ সফরে আসবে, তখন তাদের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।' ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। টি-২০ ক্রিকেটে বড় ইভেন্টগুলোর কথা মাথায় রেখে এই সিরিজ দুই দলকেই প্রস্তুত হতে সাহায্য করবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট পর্ব থেকে ছিটকে গিয়েছিল এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।