গত শনিবার সূর্যগ্রহণ ছিল, সেই সঙ্গে ছিল অমাবস্যাও। এই বিশেষদিনে অনেকেই তন্ত্রসাধনা করেন। তবে গড়বেতায় (Garbeta) এই তন্ত্রসাধনার নামে নরবলি দেওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। জানা যাচ্ছে, নরবলি দেওয়ার জন্য এলাকারই একটি বাড়ি থেকে ৪ বছরের শিশুকে অপহরণ করে ওই ব্যক্তি। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হয় মূক-বধির শিশুকে। সেই সঙ্গে অভিযুক্ত ও তাঁর সহকারী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি
পুলিশসূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে গড়বেতার চন্দ্রকোনায় সারগা গ্রামে শনিবার সকাল থেকেই একটি মূক বধির শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালের দিয়ে মা তাঁকে খাইয়ে ঘুম পাড়িয়ে ঘরেই রেখে দোকানে কিছু কেনার জন্য বেরিয়েছিল। ফিরে এসে দেখে বিছানায় শিশুটি নেই। বিষয়টি তাঁর স্বামীকে জানায়, পরে স্থানীয় বাসিন্দারাও জানতে পেরে খোঁজাখুজি শুরু করে।
গ্রেফতার অভিযুক্তরা
তখনই কয়েকজন দেখতে পায় প্রতিবেশী রঞ্জিত রুইদাসের বাড়ির চিলেকোঠার ঘরে রয়েছে সে। জানলা দিয়ে দেখা যায় তাঁর মুখে মাথায় সিঁদুর লাগানো। তারপরেই সকলে চড়াও হয় বছর ৫০-এর রঞ্জিতের ওপর। চিলেকোঠার ঘর থেকেও উদ্ধার করা হয় শিশুকে। প্রতিবেশীদের অভিযোগ, ঘরে বসে দীর্ঘদিন ধরে তন্ত্রসাধনা চালাচ্ছিল ওই ব্যক্তি। এদিন সে লোক দেখে পালানোর চেষ্টা করে। তবে গ্রামবাসীরাই তাঁকে এবং তাঁর সহকারীদের ধরে ফেলে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে।