Team India. (Photo Credits: X)

Team India Tour Australia 2025: ক মাস আগেই অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে গিয়ে ১-৩ সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। এবার ক্যাঙারুর দেশে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁছ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজের শুরু হবে ১৯ অক্টোবর থেকে পারথে। ২৯ অক্টোবর থেকে মানুকা ওভাল থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলতে নামবে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে খেলতে যাওয়ার কথা। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত, বিরাট জানিয়েছিলেন তারা ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন। টি-২০ সিরিজে হার্দিক পান্ডিয়ার বা সূর্যকুমারের যাদবের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় খেলতে পারে টিম ইন্ডিয়া।

আইপিএল শেষ হলে জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ২০ জুন থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই থেকে।

অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি-

প্রথম ম্যাচ- ১৯ অক্টোবর, পারথ

দ্বিতীয় ম্যাচ- ২৩ অক্টোবর, অ্যাডিলেড

তৃতীয় ম্যাচ- ২৫ অক্টোবর, সিডনি

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ক্রীড়াসূচি-

প্রথম ম্যাচ- ২৯ অক্টোবর, মানুকা ওভাল (ক্যানবেরা)

দ্বিতীয় ম্যাচ-৩১ অক্টোবর, এমসিজি (মেলবোর্ন)

তৃতীয় ম্যাচ- ২ নভেম্বর, বেলেরাইভ ওভাল (হোবার্ট)

চতুর্থ ম্যাচ- ৬ নভেম্বর, গোল্ড কোস্ট

পঞ্চম ম্যাচ- ৮ নভেম্বর, গাব্বা (ব্রিসবেন)