
রাওয়ালপিন্ডি, ১৬ এপ্রিলঃ বাংলাদেশের (Bangladesh) পর এবার ফুঁসছে পাকিস্তান (Pakistan)। গাজার উপর ইজরায়েল সেনার লাগালার হামলার বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশ এবং পাকিস্তান তেতে উঠেছে। গাজার (Gaza) উপর হামলায় ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সমর্থন দেওয়ায় আমেরিকার বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসি-তে (KFC) ঢুকে তাণ্ডব চালাল ক্ষুব্ধ আন্দোলনকারীরা।
আরও পড়ুনঃ বাংলাদেশের পর এবার ফুঁসছে পাকিস্তান, গাজার উপর ইজরায়েলি অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ, করাচিতে জনজোয়ার
গত ১৩ এপ্রিল, রবিবার রাওয়ালপিন্ডি মিলিটারি গ্যারিসন শহরে গ্রাহকদের ভিড়ে ঠাসা KFC-র আউটলেটে ঢুকে ভাঙচুর চালায় ইজরায়েল-বিরোধী বিক্ষোভকারীরা। হয়রানির মুখে পড়তে হয়েছে গ্রাহকদের। বিশৃঙ্খল পরিস্থিতির সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আচমকাই একদল বিক্ষোভকারী লাঠিসোঁটা নিয়ে কেএফসি-তে ঢোকে। কেএফসি কর্মী এবং গ্রাহকদের গালিগালাজ করেন। সকলকে বেরিয়ে যেতে বলেন। সেই সঙ্গে চলে ভাঙচুর। ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন গ্রাহকেরা। ভিডিয়োয় এক বিক্ষোভকারীর হাতে প্যালেস্টাইনের (Palestine) পতাকাও দেখা গিয়েছে।
রাওয়ালপিন্ডির KFC-তে তাণ্ডব, ভাঙচুরঃ
Which investor will come to this Pakistan without Rule of Law? Scene of gangsterism apparently against Israel in a KFC outlet in Rawalpindi Military Garrison town? Not far from Army HQ@RepTomSuozzi @RepJackBergman pic.twitter.com/Xf5SbCloSv
— Moeed Pirzada (@MoeedNj) April 14, 2025
এই ঘটনার পরেই তদন্ত শুরু করে পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে, রাওয়ালপিন্ডির সদর এলাকায় আন্তর্জাতিক ফাস্ট ফুড আউটলেট ভাঙচুরের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খুঁজে পেয়েছেন তাঁরা। কেএফসি-র সিসিটিভি ফুটেজ দেখে আন্দোলনকারীদের সনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এদিকে ইজরায়েলি (Israel) অগ্রাহনে গাজায় গণহত্যা অব্যাহত। নিত্য বহু মানুষ মরছে সেখানে। মৃতদের মধ্যে সিংহভাগই শিশু এবং নারী। পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে রাফা শহরটি। জনমানুষ সেই সেখানে। গাজাকে জঙ্গি-মুক্ত করার অঙ্গীকার নিয়েছে নেতানিয়াহুর দেশ। সেই লক্ষ্যে নির্মম হামলা চলছে নিত্য।