গাজার সমর্থনে করাচিতে বিক্ষোভ (Photo Credits: X)

করাচি, ১৪ এপ্রিলঃ গাজার উপর ইজরায়েলি নৃশংসতায় এবার ফুঁসে উঠেছে পাকিস্তান (Pakistan)। গত ১৮ মার্চ যুদ্ধ বিরতির সমাপ্তির পর থেকে প্রতিদিন গাজার উপর ধেয়ে আসছে ইজরায়েলের (Israel) ক্ষেপণাস্ত্র। হামলায় মারা যাচ্ছেন নিরীহ, নিরস্ত্র প্যালেস্টাইনিরা। যার মধ্যে সিংহভাগই শিশু এবং মহিলা। ভেঙে পড়েছে গাজার চিকিৎসা ব্যবস্থা। ইজরায়েলি সেনা বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গিয়েছে বহু হাসপাতাল। আর যেগুলো এখনও টিকে রয়েছে সেখানে নেই পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা। ফলে সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন বহু আহত। মার্চের যুদ্ধ বিরতির পর থেকে গাজায় ১,৫০০-এর বেশি মৃত্যু ঘটেছে। গাজার ইজরায়েলি অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। প্যালেস্টাইনের (Palestine) পাশে দাঁড়াল পাকিস্তান। রবিবার করাচিতে (Karachi) গাজার সমর্থনে হাজার হাজার পাকিস্তানি বিক্ষোভে সামিল হন। যুদ্ধ থামিয়ে স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিক্ষোভ মিছিল চলল করাচিতে।

যত সময় এগোচ্ছে আরও ভয়ঙ্কর হচ্ছে গাজার (Gaza) পরিস্থিতি। গাজাকে জঙ্গিমুক্ত করার অভিযান নিয়েছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। সেই লক্ষ্যে এবার ইজরায়েল বাহিনী হামলা চালানো শুরু করেছে আশ্রয় শিবিরগুলোতে। ক্ষেপণাস্ত্র হামলায় ভিটেমাটি হারিয়ে প্যালেস্টাইনবাসীর মাথা গোঁজার ঠাঁই এখন আশ্রয় শিবির। সেই সমস্ত তাঁবু লক্ষ্য করে এবার ধেয়ে আসছে মিশাইল। এবার কোথায় যাবেন? কোথায় মিলবে নিরাপদ আশ্রয়? উত্তর জানা নেই অসহায় প্যালেস্টাইনিদের।

গাজার সমর্থনে এবার পাকিস্তানে জনরোষ, বিক্ষোভ মিছিলঃ

আগেই ইজরায়েল বাহিনী ধ্বংস করে দিয়েছে গাজার আস্ত একটা শহর রাফা। গোটা রাফা এখন কঙ্কালসার হয়ে পড়ে রয়েছে। নেই কোন জনমানস। এদিকে গাজা দখলের লক্ষ্য নিয়ে রোজ একটু একটু করে এগিয়ে আসছে ইজরায়েল।