Sukanta Majumdar (Photo Credit: ANI/X)

মুর্শিদাবাদে (Murshidabad) ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। বুধবার তাঁদের মধ্যে কয়েকজন এসেছিলেন কলকাতায়। তাঁদের নিয়ে বুধবার ভবানী ভবনের সামনে ধর্নায় বসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা তাপস রায়রা। দাবি ছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বাস্তুচ্যুতদের নিয়ে বৈঠক করবেন তিনি। প্রথমে এই দাবি নিয়ে বিজেপি নেতৃত্ব ধরনায় বসলেও পরবর্তীকালে বৈঠকে বসেন ডিজি। ঘন্টাখানেক বৈঠকের পর বেরিয়ে আসেন তিনি। তারপরেই মুর্শিদাবাদে বিএসফএফ ক্যাম্পের দাবি জানান তিনি।

সুুকান্ত মজুমদারের বক্তব্য

বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত বলেন, "উনি তো ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন না। তাই আমরা ঘরছাড়াদের সঙ্গে রাজ্য পুলিশের ডিজির বৈঠকের দাবি জানিয়েছি"। এদিন বৈঠক সেড়ে বেরিয়ে এসে সুকান্ত স্পষ্ট জানিয়ে দেন, "উনি ঘরছাড়াদের কথা শুনেছেন। রাজ্য পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই সীমান্ত এলাকায় বিএসএফ ক্যাম্প যেন অবিলম্বে তৈরী করা হয়"।

ঘরছাড়়াদের বক্তব্য

এদিন ঘরছাড়াদের মধ্যে এক মহিলা দাবি করেন, "আমরা ঘরে ফিরতে চাই না। আমরা এবং আমাদের সন্তানরা ওখানে নিরাপদ নয়। আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ভীত। বিএসএফ চলে গেলে আমাদের নিরাপত্তা রাজ্য পুলিশকেই দিতে হবে। তাই আমরা ডিজির সঙ্গে দেখা করতে এসেছি"।