Yuzvendra Chahal-RJ Mahvash (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ এপ্রিল: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) নন, আর জে মাহবাশ (RJ Mahvash) ফুল দিয়ে ভালবাসার প্রস্তাব দিলেন অন্য কাউকে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আর জে মাহবাসের এই ভিডিয়ো দেখতে হবে। যেখানে মেট্রোয় যাওয়ার সময় পাশে বসা এক যুবকের হাতে ফুল ধরান আর জে মাহবাস। হলুদ রঙের সূর্যমুখী ধরিয়ে ওই যুবককে কার্যত প্রেম নিবেদন করেন এই জনপ্রিয় রেডিয়ো জকি তথা যুজবেন্দ্র চাহালের বিশেষ বন্ধু। মাহবাসের কাছ থেকে চলন্ত ট্রেনে ফুল পেয়ে ওই যুবক খুশি হয়ে যান। তিনি হেসে ফেলেন। তবে মাহবাসকে কিছু বলার আগেই তিনি সেখান থেকে সরে যান। মাহবাসকে ওই যুবক ভালবাসার কথা জানাবেন বলে যখনই ঠিক করেন, সেই সময় জনপ্রিয় রেডিয়ো জকিকে মেট্রো থেকে নেমে যেতে দেখা যায়।

আর জে মাহবাসের এমনই একটি পুরনো ভিডিয়ো এবার প্রকাশ্যে এল। যা শুধুমাত্র মজার জন্য শ্যুট করে ন মাহবাশ। জনপ্রিয় রেডিয়ো জকির সেই পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Dhanashree Verma-Yuzvendra Chahal: আর জে মাহবাশের সঙ্গে চাহাল, ছবি ভাইরাল হতেই ঘুরিয়ে কটাক্ষ ধনশ্রীর

দেখুন আর জে  মাহবাশের সেই পুরনো ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

মাহবাশের ওই ভিডিয়োকে অনেকেই সত্যি বলে ধরে নেন। তবে অনেকে আবার হেসেও ফেলেন। মাহবাস যে নিতান্ত মজার ছলেই ওই ভিডিয়ো শ্যুট করেন, তা কার্যত স্পষ্ট হয়ে যায়।

প্রসঙ্গত ধনশ্রী ভর্মার সঙ্গে বিচ্ছেদ সম্পূর্ণ যুজবেন্দ্র চাহালের। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরই কি মাহবাশকে বিয়ে করবেন চাহাল, তা নিয়ে নিত্য প্রশ্ন উঠছে। তবে মাহবাশ এবং যুজবেন্দ্র বন্ধুত্বের বাইরে এখনও নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে 'যা রটে, তার কিছুতো ঘটে'-র মত প্রবাদকে সামনে রেখে মাহবাশ এবং চাহালের যে বন্ধুত্বের বেশি সম্পর্ক, তা স্পষ্ট।